শহীদের রক্ত সংরক্ষণ
কলমে কবি
মুকলেছ উদ্দিন:
আজ একটি কথা না বলেই পারছি না ।
অনেকদিন চেপে রেখেছি আর পারি না ।
ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে যার রক্তের বিনিময়ে মদনের স্বাধীনতা
যে রক্ত অতি-পবিত্র । শহীদের রক্ত কেয়ামতেও রং বদলায় না তা।
আজ সেই শহীদের রক্তের স্থানটি হয় না সংরক্ষণ।
জায়গাটি দেখলে শুধু চেয়ে থাকি আমার কাঁদে দুনয়ন।
মুক্তিযোদ্ধারা আজ স্বাবলম্বী হাসিখুশি মন।
শহীদ কুদ্দুসের মরন কথা কেহ করে কি স্মরণ?
সেই শহীদের রক্ত অপবিত্র হয়ে গেছে হয়ত।
এখনো সময় আছে স্থানটি করেন তদন্ত ।
অনুরোধ স্থানটি রাখিলে সংরক্ষিত করে।
শান্তি পাবে শহীদ কুদ্দুস হাশরের বিচারে।