কাউকে বাদ দিয়ে নয়
কবি-
সৈয়দ মিজান উদ্দীন পলাশ
আকাশের মেঘ, বৃষ্টি হয়ে
জমিনের তৃষ্ণা মিটায়
মজনুর প্রেম, ভালোবাসা হয়ে
পাথরে ফুল ফোঁটায়।
তটিনীর মান, জোয়ার হয়ে
কুল ভাসিয়ে যায়
শরতের মান, অবহেলা হয়ে
পারুর বাড়িতে যায়।
মাটির ক্ষোভ, জমাট হয়ে
পৃথিবী কাঁপিয়ে যায়
এ যুগের প্রেম, বিচ্ছেদ হয়ে
হাওয়ায় মিশে যায়।
ক্ষমতার জোর, অন্ধ হয়ে
শোষনের চাবুক চালায়
মনের জোর, শক্তি হয়ে
অসুরের পতন ঘটায়।
মুক্ত মন, উদার চিত্তে
প্রেম বিলিয়ে যায়
বিপ্লবী মন, সংগ্রামী চিত্তে
মানুষের গান গায়।