Categories
কবিতা সাহিত্য

যত বাউলের শিরোমনি-

যত বাউলের শিরোমনি-

নেত্রকোনা জেলায় খনি।

কলমে কবি মুকলেছ উদ্দিন—–

নেত্রকোনা জেলার প্রখ্যাত বাউলের কথা
আমি লিখলাম তার একটি ছোট্ট কিতাব।

প্রখ্যাত বাউল রশিদ উদ্দীন নেত্রকোনা সদর বাড়ি
যার সাথে ছিলনা দেশের কেহ পালা গানের জুড়ি।

মদনের মিয়াকোব পিতাম্বর সালাম আলী হোসেন
হৃদয় দাস ও ঝাউলার রবি দাসের কথা শুনেন।

রবিদাস ছিলেন বাউল রশিদ উদ্দিনের শীষ্য
তাক লাগিয়েছিল দেখিয়
তার প্রতিভার দৃশ্য।

এমন মধুর সুন্দর গানের সুর ছিল তার
এক পালা গানে স্বর্ণপদক পেয়েছিল উপহার

পীতাম্বর সালাম প্রভাত জব্বার মদন উপজেলার
নেত্রকোনা বাউল কত যে লেখা জুখা নাই তার।

বাউল উকিল মুন্সী বাড়ি খালিয়াজূরী
যার গানের সাথে আজ‌ও কোথাও নাই জুরি

বাউল ছিল তার ঔরসজাত সন্তান আব্দুস সাত্তার
তিনি ছিলেন শিক্ষিত গ্র্যাজুয়েশন ডিগ্রি ছিল তার

মকবুল সোহাগ হবুল সহিদ
আটপাড়া উপজেলায়
এদেশের অগণিত অনুষ্ঠানে
পালা গান শোনা যায়।

আব্দুল মজিদ আবেদ আলী জালাল খাঁ
তাদের নাম ইতিহাসে আছে স্বর্ণাক্ষরে লেখা।

চান মিয়া তাহের কেন্দুয়া
নবাব মিয়া মদন উপজেলার
আরো আনাচে-কানাচে কত নাম জানা নাই আমার।

বন্ধু নেত্রকোনায় যদি আস কখন
ভাটিয়ালি গানের সুরে ভরে যাবে মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *