নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশে জুয়া নিষিদ্ধ হলেও গ্রামীণ সমাজে বারছে অনলাইন জুয়া খেলা ।সারাদেশের ন্যায়,কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে বেশ কয়েকটি গ্রামে, এই অনলাইন জুয়ার ব্যাপক প্রচার ও প্রসার বেড়েছে।
যে-মন কিছু অনলাইন জুয়ার অ্যাপস, ওয়ানএক্রবেট,বাবুএইটি এইট,ক্রিকেক্র নামের জুয়ার সাইটের বিজ্ঞাপন প্রচার এর মাধ্যমে ডলার ইনকাম করে জুয়ারিরা। অনলাইন বেটিং সাইট গুলোর টার্গেট হচ্ছে তরুণ প্রজন্ম,আমাদের অঞ্চলের অধিকাংশ তরুণদের স্মার্টফোন চেক করলে।তাদের প্রায় অনেকেই অনলাইন জুয়ার সাথে জড়িত বলে লক্ষ্য করা যাবে। বাংলাদেশের শহর অঞ্চলের দিকে অনলাইন জুয়ার প্রচলন বেশি থাকলেও বর্তমান এটা গ্রামেও ব্যাপক আকার ধারণ করছে। অন্যান্য অঞ্চলের ন্যায়,কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে বেশ কয়েকটি এলাকায় এই অনলাইন জুয়ার ব্যাপক প্রচার প্রসার দেখা যাচ্ছে।
যাতে করে ধ্বংস হচ্ছে, যুব সমাজ, শুধু তাই নয় এতে করে, তরুণ প্রজন্ম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, ভুক্তভোগী হচ্ছে জুয়ারীর পরিবার। তাড়াইল থানার অফিসার ইনচার্জ(ওসি)এর দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে তাড়াইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন গ্রামে শক্ত হাতে জুয়ার বিরুদ্ধে ব্যবস্হা গ্রহণ করবেন,ধন্যবাদ ।