আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইলে কৃষি জমি হালচাষ করার সময় ট্রাক্টরের (জমি চাষ করার জন্য ইঞ্জিনচালিত যন্ত্রবিশেষ) নিচে পড়ে আসিফ (১২) নামের এক বালক নিহত হয়েছে।
তাড়াইল থানা সূত্রে জানা যায়, উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের পশ্চিম সাচাইল কাইকরহাটি গ্রামের আশরাফ উদ্দীন এর ছেলে আসিফ। শুক্রবার (২০ অক্টোবর) সকাল ৯ টায় বাড়ির সামনের হাওরে ট্রাক্টরে
কৃষি জমি হালচাষ করতে ছিলেন একই গ্রামের হাদিছ মিয়ার ছেলে শাহিন। এমন সময় ট্রাক্টরের উপর বসা ছিল আসিফ। হালচাষ করার সময় ট্রাক্টরের উপর থেকে নিচে পড়ে যায় সে। তাৎক্ষণিক সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করেন।
তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির এবং তাড়াইল থানা এসআই মুহা. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
তাড়াইল থানা পুলিশ অফিসার মনসুর আলী আরিফ বলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. রাসেল শেখ (বিপিএম-বার) কে বিষয়টি অবহিত করা হয়েছে। তিনি আরো বলেন, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে।