পবিত্র দেব নাথ মাধবপুর প্রতিনিধিঃ-
চট্টগ্রামের বিস্ফোরক মামলার মূল আসামী চুনারুঘাটের আনিসুজ্জামানকে খুঁজছে পুলিশ।
বিতর্কিত ও বিভিন্ন অপকর্মের হোতা চুনারুঘাটের আনিছ উজ্জামানকে খুঁজছে পুলিশ। চট্টগ্রাম কতোয়ালী থানার ২০২০ সালে সাম্প্রতিক সময়ে রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের নাশকতার মামলার আসামী আনিছ উজ্জামানকে আত্মগোপনে চলে গেছে।
কয়েকটি নিয়মিত মামলা থাকার পরও পুলিশের নাকের ডগায় অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অথচ পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না।
জানাযায়, চুনারুঘাট থানার মিরাশি ইউনিয়নের সাত্তালিয়া গ্রামের হোসাইন আলীর ছেলে আনিছ উজ্জামান (২৬) বিএনপি রাজনীতির সাথে যুক্ত। ২০২০ সালে চট্টগ্রামের কতোয়ালী থানা এলাকায় থাকাকালীন স্থানীয় বিএনপির সাথে পরিচয় হয়। ওই বছরের ৮ ফেব্রুয়ারী জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নিতি মামলার রায়কে কেন্দ্র করে বন্দরবাজার এলাকায় বিএনপির প্রায় ২০০জন কর্মী দেশীয় অস্ত্র নিয়ে রাস্তা বেরিকেট দিয়ে প্রতিবন্ধকতা সৃস্টি করে গাড়ি ভাংচুর করে। এসময় ককটেল বিস্ফোরন, পুলিশের কাজে বাধা, পুলিশকে মারপিঠ করে আহত করা হয়।
এ সময় পুলিশ জাহিদুল ইসলাম ও আল আমিন নামে দুই যুবককে আটক করে। তাদের দেয়া তথ্যমতে নাশকতাকারীর নেতৃত্ব দেয় আনিছ উজ্জামনসহ বেশ কয়েকজন। পরে কোতোয়ালী থানার এসআই রাজিব চৌধুরী বাদী হয়ে আনিছ উজজ্জামান ও আজমিরীগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামের আশিক মিয়ার ছেলে আল আমিন (২৪) সহ প্রায় ৫৫জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই আনিছ গা ঢাকা দেয়। পালিয়ে থাকলেও পুলিশ তাকে খুজে পাচ্ছে না।
সম্প্রতি আনিছ তার নিজ গ্রামের বিভিন্ন মানুষের বিরুদ্ধে অপপ্রচার ও হামলা মামলার ভয়ভীতি দেখিয়ে ভীতি সৃষ্টি করা সহ ব্ল্যাকমেইলিং করে যাচ্ছে। আনিছের নামে চুনারুঘাট থানায় বিভিন্ন অভিযোগসহ কয়েকটি মামলাও রয়েছে।
বর্তমানে আত্মগোপনে থাকলেও তার অপরাধ মূলক কর্মকান্ড বন্ধ হয়নি। তবে এলাকাবাসী মনে করছে শীঘ্রই শ্রীঘরে ঢুকবে আনিছ উজ্জামান।