সিলেট গ্যাস ফিল্ড লি:-এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৯ মার্চ) দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসজিএফএল পরিচালনা পর্ষদ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ জাকির হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বোর্ড পরিচালক মোঃ গোলাম মোস্তফা, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, কোম্পানীর জিএম (হিসাব ও অর্থ) পান্না লাল ধর, কোম্পানির সচিব প্রকৌশলী ফারুক হোসেন, জিএম (এলপিএম) প্রকৌশলী প্রদীপ কুমার বিশ্বাস, জিএম (পিএন্ডডি) প্রকৌশলী কামরুল ইসলাম সরদার, জিএম (অপারেশন-প্রশাসন) প্রকৌশলী মোঃ আব্দুল জলিল প্রামানিক, জিএম (আরডিএম) প্রকৌশলী মোঃ আলমগীর আজাদ। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক প্রদীপ কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্মচারী লীগ (সিবিএ)’র সভাপতি মোঃ হারুন, সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা শ্রমীক লীগের সভাপতি ফারুক আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন সহ কোম্পানীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।