বিশেষ প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে মঙ্গলবার (২৬ মার্চ) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহিদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধের মহান শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় মৌলভীবাজার জেলা পুনাকের সহ-সভানেত্রী অনিমা বর্মন,সহ-সভানেত্রী মির্জা আয়েশা সিদ্দীকি, সাধারণ সম্পাদিকা জেবিন আফরোজ সেতু,ক্রীড়া সম্পাদিকা নুসরাত ফাতেমা অনন্যা এবং মৌলভীবাজার জেলা পুলিশের নারী পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সিলেট নিউজ২৪/এসডি.