সিলেট নিউজ ডেস্ক
সিলেট বিভাগের সুনামগঞ্জের ছাতক থানার দোলার বাজার জটি গ্রামের তুমুল সংঘর্ষ –
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় ছাতক থানার দোলার বাজার জটি গ্রামের মুক্তি যুদ্ধা আহমদ আলী ও তাহার চাচাতো ভাই রইছ আলী ও ভাতিজা আংগুর আহমদের ঘরে প্রথম আগুন দেয়।
এই বিষয়ে ছাতক থানা দক্ষিণ ছাতক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পলাশ বাবু এসে তর্জন্ত করে জান, কয়েক দিন পড়ে তাহাদের বাড়ি সামনে আগুন অস্ত্র সাথে নিয়ে এসে বাড়ি বেত গাছ বাস জুর পুর্ববক কেটে নিয়ে যায়। ছাতক থানা ও দক্ষিণ ছাতক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পলাশ বাবু এসে দেখে সন্তাসীদের দমন করার চেষ্টা করেন। ছাতক থানার ওসি সাহেবের সাথে যোগাযোগ করলে ওসি সাহেব অবগত হন ও পদক্ষেপ নিতে চেষ্টা করেন। বাকিটা সম্পুর্ন ভিডিও তে দেখতে পারবেন,এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।