বরগুনা জেলা প্রতিনিধ:
সদর উপজেলার দুই নং গৌরী চন্না ইউনিয়নের ২ নং ওয়ার্ডের খেজুরতলা গ্রামের রে জাউলের দোকানের সামনে সন্ধ্যা সাত ঘটিকার সময় জমি জমা সংক্রান্ত মামলা বিরোধ নিয়ে চলমান মামলায ওয়ারেন্ট ইস্যুকৃত আসামি বাদির মামা মোহাম্মদ এনামুল শিকদার ৫০ পিতামৃত হাসান গ্রাম খেজুরতলা, ২ নং ওয়ার্ড, ২ নং গৌরীচন্দ্র ইউনিয়ন বরগুনা সদর। মাগরিবের নামাজ পড়তে যাওয়ার সময় এর উপর হামলা চালায় একই গ্রামের সোহাগ ৪০ পিতা নাজমুল আহসান কুদ্দুস, মোহাম্মদ মিরাজ( ৪০)পিতা শাহজাহান,মোহাম্মদ সাগর (৩৫)পিতা মৃত নাজমুল আহসান কুদ্দুস, মোঃ সুমন (৩০)পিতা মৃত ভালো আছেন কুদ্দুস, এরা মোহাম্মদ এনামুল শিকদারের উপর হামলা চালায়, তাকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে ধারালো অস্ত্র দিয়ে দিয়ে কুপিয়ে জখম করে , তার সাথে থাকা মোবাইল ফোন এবং টাকা পয়সা ছিনিয়ে নেই। স্থানীয় লোকজন তাকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বরগুনার সদর হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়।