শিরোনাম
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কমলগঞ্জে ঐতিহ্যবাহী হোলি উৎসব উদযাপন

SATYAJIT DAS / ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

বিশেষ প্রতিনিধি:
হোলি উৎসব মণিপুরি ঐতিহ্যগত একটি লোক সাংস্কৃতিক অনুষ্ঠান। মণিপুরি সমাজে ৫ দিনব্যাপী প্রতিটি গ্রামে গ্রামে শিশু কিশোর,তরুণ,তরুণীসহ নারী পুরুষরা দল বেঁধে ঢাক,ঢোল,করতাল,মৃদঙ্গ শঙ্খ ধ্বনির মাধ্যমে প্রতি বাড়ি বাড়ি গিয়ে হোলি দল নৃত্য গীতে গান করে থাকেন। মণিপুরি সমাজে হোলির গুরুত্ব অপরিসীম।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজারে মনিপুরী ললিতকলা একাডেমি কর্তৃক ঐতিহ্যবাহী হোলি উৎসব-২০২৪ উদযাপিত হয়েছে।
একাডেমি অডিটোরিয়ামে প্রতিষ্ঠানের উপ- পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহের সঞ্চালনায় গত শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রাপ্ত গবেষক ড. রণজিৎ সিংহ।
গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ শনিবার (৩০ মার্চ) জানান,হোলি উৎসবের আলোচনায় অংশ নেন মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি,বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহা,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা সাখাওয়াত হোসেন,মণিপুরি মহারাস লীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ,মণিপুরি যুব কল্যাণ সমিতির সভাপতি প্রদীপ কুমার সিংহ,শিক্ষক বসন্ত কুমার সিংহ,সাংবাদিক নির্মল এস পলাশ প্রমুখ সহ মণিপুরি সমাজের শিক্ষার্থী,অভিভাবকবৃন্দসহ নানা পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মনিপুরী ললিতকলা একাডেমি গবেষণা কর্মকর্তা প্রভাষ কুমার সিংহ হোলি উৎসবে নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৭টি দলের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সিলেট নিউজ২৪/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

বিভাগের খবর দেখুন