বিশেষ প্রতিনিধি:
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ডিবির অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ পাঁচ জন জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে।
এসএমপির মডিয়া এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম সোমবার (০১ এপ্রিল) জানান,গত (৩১ মার্চ) রবিবার
আনুমানিক রাত ১০:২৫ মিনিটের সময় সিলেট মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি শাহপরাণ(রহঃ) থানাধীন শাহজালাল উপশহরস্থ এইচ ব্লক-৪নং রোডে অবস্থিত পপির বাসার সামনে খালী জায়গায় আবাসিকে অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা করে ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীরা হলো:
১) আবিদ আলী(৪০),পিতা-আসকর আলী, সাং-বড়কাপন,থানা-ছাতক,জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-শিবগঞ্জ চেরাগআলীর বাসা, থানা-শাহপরাণ(রহঃ),জেলা-সিলেট।
২) ফজলূর রহমান(৩২),পিতা-তাহির আলী,সাং সিদ্দিকপুর,থানা- নবীগঞ্জ,জেলা-হবিগঞ্জ, বর্তমানে-শিপলু মিয়ার কলোনী,উপশহর জে-ব্লক, থানা- শাহপরাণ(রহঃ),জেলা-সিলেট।
৩) মোঃ মনির মিয়া(২১),পিতা-মারফত আলী, সাং-দাশপাড়া,থানা-নিখলী,জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে- মিল্টন মিয়ার কলোনী মজুমদার পাড়া, শিবগঞ্জ থানা-শাহপরাণ(রহঃ),জেলা-সিলেট।
৪) মাছুম(২৩),পিতা- আরজ আলী,সাং-চাটিবহর নোয়াগাঁও,থানা-কোম্পানীগঞ্জ,জেলা-সিলেট,মিল্টন মিয়ার কলোনী মজুমদার পাড়া,শিবগঞ্জ থানা-শাহপরাণ(রহঃ),জেলা-সিলেট।
৫) মোঃ ইব্রাহিম আলী(২০),পিতা-মৃত জুবেদ আলী, সাং- কান্দাউক,থানা- নাছির নগর,জেলা- ব্রাহ্মনবাড়ীয়া,বর্তমানে-শামীম মিয়ার কলোনী, থানা-শাহপরাণ (রহঃ),জেলা-সিলেট।
এদরকে গ্রেফতার করে এসএমপি শাহপরাণ(রহঃ) থানার নন এফআইআর নং-৩৩/২০২৪,তাং- ০১/০৪/২০২৪ খ্রিঃ ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন,২০০৯ এর ৯৫ ধারা মূলে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
সিলেট নিউজ২৪/এসডি.