জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সম্প্রতি বছরে অবসর গ্রহন করা
মোট ৩১ জন প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক-শিক্ষিকাগণের সম্মানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি এবং বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি জৈন্তাপুর শাখার যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে।
(১১ মে-) শনিবার সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মো: মনিরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া বলেন, শিক্ষকগণ হলেন মানুষ গড়ার কারিগর। তাদের কে সম্মান ও শ্রদ্ধা করা আমাদের উচিত।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা জাতির মুলভিত্তি তৈরী করে দেন। একটি আলোকিত সমাজ ও মেধাবী জাতি গঠনে তাদের অনেক অবদান রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো: ফজলুল হক, জৈন্তাপুর ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক শাহেদ আহমদ, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, ইউএস আইডি’র এসো শিখি প্রকল্পের উপজেলা কো-অডিনের্টর বিধান রায়, জৈন্তাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, সেন্ট্রাল জৈন্তা হাইস্কুলের শিক্ষক ইনসান আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জৈন্তাপুর শাখার সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ। পবিত্র কোরাআন তেলাওয়ত করেন শিক্ষক নোমান আহমদ।
শিক্ষক ফখরুল ইসলাম ও আলমগীর হোসাইন, মো: জাকারিয়া ও রিন্টু চক্রবর্তীর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত শিক্ষক আব্দুল মালিক, মিহির চন্দ্র দেব, মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক রফিক আহমদ, মোহাম্মদ তাজুল হাসান, স্বপ্ন আক্তার, গোলাম মোস্তফা,
বিজন চন্দ্র দাস। অনুষ্ঠানে নতুন ৫ জন শিক্ষক-কে ফুল দিয়ে বরণ করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত “প্রয়াস” নামে একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মেচন করা হয়েছে।