এম. এম আতিকুর রহমান,
মৌলভীবাজার প্রতিনিধি ঃ
মৌলভীবাজারের রাজনগরে উপজেলা পরিষদের নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে নানা অনিয়ম সহ জাল ভোটের মহড়া ছিল লক্ষনীয়।
উপজেলার ৭ নং কামারচাক ইউনিয়নের পঞ্চানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার সহ চার জনের বিরোদ্ধে মামলা হয়। এ ঘটনায় দু’জনকে আটক করে আজকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বুধবার (২২ মে) রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার সুপ্রভাত চাকমা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন।
নির্বাচন অফিস ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে অভিযুক্তদের বিরোদ্ধে বে-আইনি ভাবে বহিরাগতদের জাল ভোট প্রদানে সহযোগিতা, দায়িত্ব পালনে অবহেলা নির্বাচনে অন্যায় প্রভাব বিস্তার সহ নানাবিধ সবিস্তর অভিযোগ রয়েছে।
অভিযুক্তরা হলেন-প্রিজাইডিং অফিসার আকাশ দাস, সহকারি প্রিজাইডিং অফিসার মোঃ জাকির হোসেন, পোলিং এজেন্ট জাকির আহমদ ও আছমা বেগম।
রাজনগর থানার অফিসার ইনচার্জ আব্দুছ সালেক সাংবাদিকদের জানান, উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বাদী হয়ে নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় আজ দু’জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।