আল-মামুন খান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইলে ১৮ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে তাড়াইল থানা পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাউতি ইউনিয়নের কৌলীগাতী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। গ্রেফতাকৃত হলেন- উপজেলার রাউতি ইউনিয়নের কৌলিগাতি গ্রামের আবদুল গণির ছেলে আবদুল কাইয়ূম (৪২)।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শনিবার রাত ৯ টা ৩৫ মিনিটে কৌলিগাতি গ্রামে আবদুল কাইয়ূমের বসতভিটার উঠানে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। ৯ টা ৫৫ মিনিটে এসআই সোলায়মান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আবদুল কাইয়ূমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। আসামির দেহ তল্লাশি করে ১৮ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ হাজার ৪০০ টাকা।
তাড়াইল থানার ওসি মনসুর আলী আরিফ বলেন, আটক আবদুল কাইয়ূমের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।