বিশেষ প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘আগামীর ক্যাম্পাস কেমন চাই’ শীর্ষক মতবিনিময় সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবি শাখা। গতকাল রবিবার (১৮ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের কিছু নির্দিষ্ট বিষয়ের উপর উন্মূক্ত প্রস্তাবনা প্রদান করেন উপস্থিত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দেওয়া প্রস্তাবনাগুলো হলোঃ-
(১) ফ্লোর কালচার ও র্যাগিং সম্পূর্ণ বন্ধ করা।
(২) মেডিক্যাল সেন্টারে সেবার মান উন্নত করা।
(৩) লাইব্রেরিতে রিডিং রুম থাকা যেখানে বাইরে থেকে বই নিয়ে পড়া যাবে।
(৪) বিশ্ববিদ্যালয়ে অনৈসলামিক সকল কার্যক্রম বন্ধ করা।
(৫) নামাজের সময় ক্লাস ও পরীক্ষা না রাখা।
(৬) সেন্ট্রাল মসজিদ ও হল মসজিদ সম্প্রসারণ ও আধুনিকায়ন করা।
(৭) মাদক ও ধুমপান নিষিদ্ধ করা।
(৮) কাউকে কোনো সাংস্কৃতিক প্রোগ্রামে উপস্থিত হতে বাধ্য না করা।
(৯) নিয়মিত বিভিন্ন অলিম্পিয়াড আয়োজন করা।
(১০) বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস বা সংস্কৃতি জাতীয় কমপক্ষে একটি ইসলামিক বিভাগ প্রতিষ্ঠা করা।
(১১) পাঠাগারে ইসলামিক কর্ণার থাকা,রিসার্চের পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকা।
(১২) শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণের জন্য ভার্চুয়াল রিয়েলিটি সম্পন্ন ক্লাস রুম থাকা।
(১৩) টিউটরিং নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা।
(১৪) ইসলাম বিরোধী সকল অনুষ্ঠান নিষিদ্ধ করা।
(১৫) বিভিন্ন উপলক্ষে হামদ নাত সিরাত ও ক্যালিওগ্রাফি প্রতিযোগিতা আয়োজন করা।
(১৬) মুসলিম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ প্রতিষ্ঠা করা।
(১৭) শিক্ষক সংসদ প্রতিষ্ঠা ও বিভাগভিত্তিক সমৃদ্ধ পাঠাগার প্রতিষ্ঠা করা।
(১৮) শাবিপ্রবিকে গুচ্ছ পদ্ধতি থেকে বের করা।
(১৯) কোর্সের রেজাল্ট ইম্প্রুভমেন্ট সিস্টেম চালু করা।
(২০) রেজাল্ট অনলাইনে দেখার ব্যবস্থা করা ও টিচারদের মূল্যায়নের ব্যবস্থা করা।
এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ফয়সাল হোসেন সোমবার (১৯ আগষ্ট) জানান,‘আমরা শিক্ষার্থীদের প্রস্থাবনাগুলো নিয়েছি। এগুলো বিশ্ববিদ্যালয়ের নতুন প্রসাশনের কাছে পেশ করা হবে। উনারা প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন। আর যেগুলো পারি আমারা শিক্ষার্থীরা সমাধান করবো।’
সিলেট নিউজ/এসডি.