বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১১:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাকিস্তানি সিরিয়াল আন্তর্জাতিক অঙ্গনের দর্শকদের মুগ্ধ করেছে

SATYAJIT DAS / ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

বিনোদন ডেস্ক:

পাকিস্তানি সিরিয়াল আন্তর্জাতিক অঙ্গনে দর্শকদের মুগ্ধ করেছে। এ তালিকায় রয়েছে ৫টি জনপ্রিয় সিরিয়াল। যা পাকিস্তানের টিভি ইন্ডাস্ট্রিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। প্রেম আর পরিবারের গল্প নিয়ে নির্মিত সিরিয়াল গুলো নির্মিত।

 

কাভি ম্যায় কাভি তুম :

পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল ‘কাভি ম্যায় কাভি তুম’। এআরওয়াই ডিজিটাল চ্যানেলে ৩৪ পর্বের এ ধারাবাহিকের প্রচার শুরু হয় গত জুলাই মাসে, শেষ হয়েছে নভেম্বরের শুরুর দিকে। কাভি ম্যায় কাভি তুম দর্শকদের এতটাই পছন্দ হয়েছে যে এর শেষ পর্ব সিনেমা হলে প্রচারের সিদ্ধান্ত নেন নির্মাতারা। করাচি, লাহোর, ইসলামাবাদ, ফয়সালাবাদসহ বিভিন্ন শহরের হলগুলোতে আগেভাগেই শেষ হয়ে যায় শোয়ের টিকেট। রোমান্টিক গল্পের সিরিয়ালটি আইএমডিবিতে ৯.১ রেটিং পেয়েছে, যা যেকোনো পাকিস্তানি কনটেন্টের ক্ষেত্রে রেকর্ড। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ মুস্তাফা ও হানিয়া আমির।

পারিজাদ :

২০২১ সালের জুলাই থেকে পরের বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হাম টিভিতে প্রচারিত হয়েছিল ‘পারিজাদ’। দর্শকরা মুগ্ধ হয়েছিলেন সহজ-সরল পরিশ্রমী যুবক পারিজাদের গল্পে। কীভাবে সে বারবার পরাজিত হয়েও, বিশ্বাসঘাতকতার শিকার হয়েও নিজের পথে আস্থায় অবিচল থাকে; সে গল্প উঠে এসেছে এতে। পারিজাদ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ আলি আকবর।

 

আলিফ :

প্রেমের গল্প,পরিবারের গল্প। এর সঙ্গে যোগ হয়েছে আধ্যাত্মিকতা। নতুন অভিনেত্রী মোমেনা ও সফল চিত্রপরিচালক মোমিনের নিজেদের জার্নি, ক্যারিয়ার, পরিবার ও ধর্মীয় বিশ্বাসের গল্প উঠে এসেছে এতে। ২০১৯ সালের অক্টোবরে জিও টিভিতে এসেছিল ‘আলিফ’। অল্পদিনেই পায় দর্শকদের প্রশংসা। জীবনের রসদ খুঁজে পাওয়া বা বেঁচে থাকার অনুপ্রেরণা জোগায় সিরিয়ালটি। অভিনয় করেছেন পেহলাজ হাসান,হামজা আলি আব্বাসি,সজল আলি প্রমুখ।

 

সুনো চান্দা :

২০১৮ সালে হাম টিভিতে প্রচারিত হয় ৩০ পর্বের সিরিয়াল ‘সুনো চান্দা’। ধারাবাহিকটি এতটাই জনপ্রিয় হয় যে পরের বছর আসে সুনো চান্দার দ্বিতীয় সিজন। সিরিয়ালের গল্পে দেখা যায়, দুই পরিবার মিলে আরসাল ও জিয়ার বিয়ে ঠিক করে। কিন্তু এ বিয়েতে সম্মতি নেই তাদের। বিয়ে ঠেকাতে পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে। কিন্তু যত দিন যায়, ধীরে ধীরে প্রেমে পড়ে তারা। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইকরা আজিজ ও ফারহান সাঈদ।

 

হামসাফার :

২০১১ সালের সিরিয়াল ‘হামসাফার’। অথচ এক যুগ পরে এসেও মানুষের মুখে মুখে ফেরে এ ধারাবাহিকের নাম। হামসাফার বিভিন্ন দেশে এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে ওই সময়কে বলা হতো পাকিস্তানের টিভি চ্যানেলের স্বর্ণসময়। গল্পে দেখা যায়, পারিবারিক কারণে বাধ্য হয়ে বিয়ে করতে হয় আজহার ও খাইরাদকে। প্রথম দিকে মানিয়ে নিতে পারছিল না দুজনেই। ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফাওয়াদ খান ও মাহিরা খান।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন