সিলেট-সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে দেড় কুটি টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ
সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পশু ও পণ্য জব্দ করেছে বিজিবি। শনিবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিভূক্ত বিভিন্ন বিওপির টহল দল অভিযান চালিয়ে ভারতীয় পণ্যের চালানগুলো জব্দ করে।
বিজিবি জানায়, শনিবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাভূক্ত প্রতাপপুর, পান্থুমাই, সোনারহাট, বিছনাকান্দি, শ্রীপুর, ডিবিরহাওর, কালাসাদেক, পাথরকোয়ারি ও সোনালী চেলা বিওপির টহল দল বিভিন্ন স্থানে অভিযান চালায়।
এসময় ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ স্কিন সাইন ক্রিম, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, এনগেজ বডি স্প্রে, কমলা, চিনি, পান এবং গরু ও মহিষ জব্দ করে।
আটককৃত পশু ও পন্যের আনুমানিক সিজার মূল্য-১,৪৯,৭২,৩৪০.০০ (এক কোটি উনপঞ্চাশ লক্ষ বাহাত্তর হাজার তিনশত চল্লিশ) টাকা।
এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।