তাওহীদ হাসান, বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
কালনী- কুশিয়ারা নদীর পানি বৃদ্ধির কারনে সারাদেশের সাথে বানিয়াচং উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার আশংকা দেখা দিয়েছে।
বানিয়াচংয়ের সার্বিক বন্যা পরিস্থিতি ও বাধ সরেজমিনে দেখতে মঙ্গলবার ১৪জুলাই বানিয়াচং উপজেলার নির্বাহী অফিসার মাসুদ রানা ৫নং দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়িয়েছেন।
ইতিমধ্যে রোপা আমন ও আমনের বীজতলা, মাছের ঘের,নীচু ঘর-বাড়ি,গ্রামীন সড়ক প্লাবিত হয়েছে।
বানিয়াচংয়ের সাথে বানিয়াচং-আজমিরীগঞ্জ, বানিয়াচং -নবীগঞ্জ আঞ্চলিক সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার আশংকা তৈরি হয়েছে।
এব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বহী কর্মকর্তা মাসুদ রানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বানিয়াচং উপজেলার বন্যা পরিস্থিতি সার্বক্ষনিক আমাদের পর্যবেক্ষনে রয়েছে। প্রতিদিনই পানি বৃদ্ধি পেলেও পরিস্থিতি এখনও বিপদজনক হয়ে উঠেনি। আমাদের পর্যাপ্ত ত্রানের ব্যাবস্থাও রয়েছে। সংসদ সদস্য ও অন্যান্য জনপ্রতিনিধিদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে যোগাযোগ রয়েছে।
Leave a Reply