সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরা তালা জেঠুয়াই মানছে না সামাজিক দুরত্ব মুখে নেই বেশির ভাগই মাস্ক।

Coder Boss / ৪১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

 

তালা সাতক্ষীরা প্রতিনিধি :

বর্তমান করোনার পাদুর্ভাব  এর কারনে গোটা বিশ্ব যখন থমকে আছে।,সেখানে দেশের আইন ছিল মুখে মাস্ক ও সামাজিক দুরত্ব বজায় রাখা, কিন্তু তার কোন বালাই নেই বললেই চলে তালা জেঠুয়া বাজারে। এই বাজারে সপ্তাহে দুটি হাট মঙ্গল বার ও শুক্র বার।

সামজিক দুরত্ব না থাকাতে সংক্রমনের হার ও বেড়েই চলেছে। এ ই বাজারে দক্ষীন অঞ্চলের ব্যাপারি রা কিনে নিয়ে যায় কাচা তরকারি,এবং স্থানীর লোকজন এই বাজারে তারা সকালে নিয়ে আসে বিক্রি করার জন্য। এখানে ধানের হাট ও দপুরে গরুর হাট বসানো হয়।সাতক্ষীরা তালা জেঠুয়াই মানছে না সামাজিক দুরত্ব মুখু নেই বেশির ভগই মাস্ক।

সেখানে মানা হয় না কোন সামাজিক দরত্ব ও মুখে মাস্ক।
এই বাজারের কমিটির কাছে এই বিষয় জানতে চাইলে বলেন মানুষকে বিভিন্ন ভাবে সচেতন করছি।আমারা বাজারের কমিটির পক্ষ থেকে যথাসম্ভব সামাজিক দুরাত্ব ও মুখে মাস্ক ব্যবহার করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।
এ দিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে আমরা কাজ করে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

বিভাগের খবর দেখুন