চুনারুঘাট প্রতিনিধিঃ-
(১৮ই এপ্রিল রোজ রবিবার) পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় দিন মজুর লোকদের মধ্যে আজ চুনারুঘাট উপজেলায় ১০০/পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, এতে অত এলাকার কৃতি সন্তান জনাব ব্যারিষ্টার সাইদুল হক সুমন উপস্থিত ছিলেন,
“মানবতার সেবায় দৃঢ় প্রত্যয়”
এই শ্লোগানকে সামনে রেখে…..এই ধরনের সহযোগিতায় এলাকার বৃওবানদের এগিয়ে আসার আহবান করেন সুমন, আজ উনি খুশিতে বলেন এই ধরনের মহুত উদ্দেশ্য চলমান থাকতে আঃ হামিদ ফাউন্ডেশনের প্রতি অনুরোধ জ্ঞাপন করেন।
“আব্দুল হামিদ ফাউন্ডেশনের ” পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১০০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী উপহার দেয়া হয়েছে, খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্তিত ছিলেন, ব্যারিস্টার সুমন,টিপু সুলতান, হাবিব,সুজন, বাবুল, তাদেরই সহযোগিতায় তা বিতরণ হয় মর্মে উল্লেখ্য করেন, জয়।
ব্যারিষ্টার সুমন বলেন উনারা প্রবাসী আপনারা তাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন, যেন আব্দুল হামিদ ফাউন্ডেশনের মাধ্যমে মানবতায় ওরা এগিয়ে এসে এলাকার গরীব অসহায় লোক পাশে দাঁড়াতে পারেন,উক্ত
ফাউন্ডেশনের পরিচালক:
জনাব আব্দুল কদ্দুস (জয়) এই উপজেলায় বিভিন্ন স্হানে মসজিদ, মাদ্রাসা, সামাজিক কাজ গরীব অসহায় পরিবার সহ সার্বিক সহযোগিতা করে আসছেন দীর্ঘদিন ধরে।
আমরা তা দেখে আসছি,আমরা আশাবাদী তারা ভবিষ্যতে এই ধারা অবহৃত থাকবে মর্মে উল্লেখ্য করেন উক্ত ফাউন্ডেশনের পরিচালক আব্দুল কদ্দুস (জয়) উনার জন্য ও পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থী আপনারা তাদের জন্য দোয়া করবেন।
আব্দুল হামিদ ফাউন্ডেশন,উজ্জ্বল ভিলা, চুনারুঘাট, হবিগঞ্জ।