ছাতক প্রতিনিধিঃ
করোনা মহামারীতে অসহায় ও দুস্থদের মুখে হাসি ফোটাতে স্বাস্থ্যবিধি মেনে ছাতক-দুবাই ছাত্র সেনার পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন, ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের প্রবাসী সিলেট-দুবাই মুজিব সেনার সাংগঠনিক সম্পাদক আফরুজ আহমদ।
সিলেট-দুবাই মুজিব সেনা সংগঠনের পক্ষ থেকে শনিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেন উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান, ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ। এ সময় তিনি বলেন, ঈদ মানে আনন্দ। প্রতিটি মানুষের মধ্যে এক মাসের সিয়াম শেষে খুশির বার্তা নিয়ে প্রতি বছর ঈদ আসে আমাদের মাঝে। কিন্তু আপনারা জানেন করোনা মহামারিতে বিশ্ব আজ স্তব্ধ হয়ে পড়েছে। মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। । এ অবস্থায় তিনি সবাইকে আহ্বান জানান সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। তিনি আরও বলেন, সারা বছরই মানুষের জন্য কাজ করি। শুধু নিজে ভাল থাকলে, ভাল খেলে হবে না। সবার কথা ভাবতে হবে। আর করোনা মহামারি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মানুষ কত অসহায়।বাসযোগ্য এ পৃথিবীতে এক সঙ্গে থাকা ও লড়াই করা ছাড়া আমাদের আর কোন উপায় নেই।
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উত্তর খুরমা ইউনিয়নের ইউপি সদস্য শামসুল হুদা, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক খায়রুল হুদা, ছাত্রলীগ ছাতক উপজেলা শাখার যুগ্ম আহবায়ক ও আমেরতল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিপলু আহমদ, আওয়ামীলীগ নেতা খলিল মিয়া, চান মিয়া প্রমুখ।