শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দোয়ারাবাজার উপজেলাধিন বাংলাবাজারে আ” লীগের প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত।

Coder Boss / ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১

মুহাম্মদ মামুন
আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনকল্পে বাংলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেলে উপজেলা বাংলাবাজার ইউনিয়ন আ” লীগের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য করেন উপজেলা আওয়ামী লীগ আহবায়ক ফরিদ আহমেদ তারেক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ”লীগের যুগ্ম আহবায়ক শামীমুল ইসলাম শামীম।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও সুরমা ইউনিয়ন আ”লীগের সভাপতি শফিকুল ইসলাম,বাংলাবাজার ইউনিয়ন সাধারণ সম্পাদক ডাঃ আব্দুস সামাদ,বোগলা ইউনিয়ন আ”লীগের সভাপতি হাবিবুর রহমান শেখ চাঁন,উপজেলা সেচ্ছাসেবক লীগেন যুগ্ম আহবায়ক শেখ ফরিদ,উপজেলা আ”লীগের নেতা মোশারফ ইসলাম নজরুল,ইব্রাহীম খলিল,উপজেলা যুবলীগ নেতা তোফায়েল আহমেদ, মনির হোসেন, কবির হোসেন, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, উপজেলা ছাত্রলীগ দেলোয়ার হোসেন,বাংলাবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক আল আমিন তালুকদার।,ইউনিয়ন যুবলীগ আহবায়ক সাজিদুর রহমান,ও আব্দুর রহমান ও মিয়া হোসেনসহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন। ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার রোজ গার্ডেনে (হুমায়ুন সাহেবের বাড়ি) এক ঐতিহাসিক প্রেক্ষাপটে জন্ম হয় ক্ষমতাসীন দলটির। এরপর জাতি গঠনের প্রতিটি সোপানে-স্বাধিকার আন্দোলনের প্রতিটি ধাপে গুরুত্বপূর্ণ অবদান রাখে আওয়ামী লীগ।

তারা আরো বলেন, প্রতিষ্ঠার সময়ে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ নাম ধারণ করলেও ১৯৫৫ সালে এই দল ধর্মনিরপেক্ষতাকে আদর্শ হিসেবে গ্রহণ করে। দলের নামকরণ করা হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’। আওয়ামী লীগের নেতৃত্বে ৬৬-এর ৬ দফা, ৬৯-এর গণআন্দোলনসহ দীর্ঘ সংগ্রামের পর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাঙালি জাতি।

পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। সংগ্রাম ও সাফল্যের ৭২ বছর পূর্তিতে সীমিত আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনসমাগমের কর্মসূচি এড়িয়ে ডিজিটাল মাধ্যমে কিছু অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হতে যাচ্ছে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

বিভাগের খবর দেখুন