বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কানাইঘাটে পাথর ভাঙ্গার ক্রাসার মেশিন অপসারন করেছে পুলিশ

Coder Boss / ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

কানাইঘাট প্রতিনিধিঃসাদিক আহমদ,
কানাইঘাট সুরমা নদীর খেয়াঘাট বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বেশ কয়েকটি পাথর ভাঙ্গার ক্রাসার মেশিন অপসারন করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম একদল পুলিশ নিয়ে পাথর ভাঙ্গার ক্রাসার মেশিন এলাকায় যান। এ সময় পুলিশ ও শ্রমিকদের সহায়তায় সেখানে অভিযান চালিয়ে বেশ কয়েটি পাথর ভাঙ্গার ক্রাসার মেশিন পুরপুরী ভাবে সরিয়ে ফেলে অপসারন করা হয়। এছাড়া একটি ক্রাসার মেশিনের বেল্ট কেটে ফেলা হয়। থানার ওসি তাজুল ইসলাম পিপিএম জানান পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া লাইসেন্স বিহীন পাথর ভাঙ্গার কোন ক্রাসার মেশিন এখন থেকে খেয়াঘাট এলাকা সহ কোথাও কেউ চালাতে পারবেন না। এছাড়া খেয়াঘাট এলাকার সুরমা নদীর ঘাটে কেউ ইঞ্জিন চালিত স্টীলের বলগেট রাখতে পারবেন না। অভিযান কালে তার সাথে উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) মোঃ জাহিদুল হক। প্রসঙ্গত যে, খেয়াঘাট বাসস্ট্যান্ড এলাকায় লাইসেন্সবিহীন পাথর ভাঙ্গার ক্রাসার মেশিন বসানোর অভিযোগে পরিবেশ অধিদপ্তর সিলেট কর্তৃপক্ষ ৮জন ক্রাসার মেশিন মালিকের বিরুদ্ধে নোটিশ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার তাদের পরিবেশ অধিপ্তর সিলেটের আলমপুর কার্যালয় উপস্থিত হয়ে কারন দর্শানোর নোটিশের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

বিভাগের খবর দেখুন