শিরোনাম
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ওসমানীনগরে মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষ!

Coder Boss / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

রাজা মিয়া,
ওসমানীনগরে মসজিদের কাঁঠালের নিলাম ডাকাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতিসহ ১৪ জন আহত হয়েছেন। আহতদের সবাইকে সিলেটের এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার উমরপুর ইউনিয়নের কামালপুর জামে মসজিদের গাছের কাঁঠালের নিলাম অনুষ্ঠিত হয়। উক্ত নিলাম ডাকাকে কেন্দ্র করে উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সুয়েব ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে এ ঘটনাকে কেন্দ্র করে দুটি পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধঘন্টা ব্যাপী সংঘর্ষে মসজিদের পার্শ্ববর্তী এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় উভয় পক্ষের ১৪ জন আহত হন। পরে এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে এলে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আহতরা হচ্ছেন (মাওলানা সুয়েবের পক্ষে)-মাওলানা সুয়েব (৪৫), ওসমানীনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ (৪০), সোহেল আহমদ (৩০), জুয়েল আহমদ (২৮), রুবেল আহমদ (২৪), হুমায়ুন রশীদ (৩২)। ও কাওছার আহমদের পক্ষের- কাওছার আহমদ (৫৫), উমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নেছাওর আলী (৬০), আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দিকী (৭০), কাওছার আহমদ (৫৫), শাহীন মিয়া (৪৫), মুজিব মিয়া (৫০), সোহাগ মিয়া (২৩), শাকিল আহমদ (২৪)।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

বিভাগের খবর দেখুন