শিরোনাম
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কানাইঘাটে আমরি খালের উপর ব্রিজ নির্মাণের দাবি সাধারণ মানুষের,

Coder Boss / ৫০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

কানাইঘাট প্রতিনিধি,

সিলেটের কানাইঘাট উপজেলা অন্তর্ভুক্ত ২নং লক্ষী প্রসাদ পশ্চিম ইউনিয়নের ৭,৮,৯,ওয়ার্ডের উওর লক্ষী প্রসাদ,কুওরগড়ি,লোভারমুখ,রাজার মাটি,নয়াগাউ,নিহালপুর,আসাম পাড়া,নয়াখেল,মুলাগুল সহ দশ গ্রামের প্রায় ১৪হাজার মানুষ আমরী খালের উপর দিয়ে প্রতিনিয়ত চলাফেরা করতে হয়।দেশ স্বাধীনের ৫০ বছর হলেও অধ্যাবদী পর্যন্ত এই জনপদের মানুষ বর্ষার মৌসুম হলে খেয়া নৌকা আর শুকনার মৌসুমে হলে বাঁশের সাকু দিয়ে পারাপার হয়ে চলাফেরা করতে হয়। এলাকাবাসীর দীর্ঘ দিন ধরে আমরী খালের উপর একটা ব্রীজ নির্মানের দাবী জানিয়ে আসছেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাদের দাবী পূরণ হচ্ছে না।প্রতি বছর শুকনা মৌসুমে এলাকাবাসীর অর্থায়নে বাঁশের তৈরি সাকু আর বর্ষা মৌসুমে খেয়া নৌকা দিয়ে এলাকাবাসী উপজেলা সদরে যাতায়াত করতে হয়।তাচাড়া ঝুকি নিয়ে বর্ষার মৌসুমে লক্ষী প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষী প্রসাদ আইডিয়াল স্কুল, ফয়েজিয়া মাদানিয়া মাদ্রাসা সহ প্রায় ৩/৪ হাজার ছাত্র /ছাত্রী এবং সাধারণ মানুষের কানাইঘাট বাজারে আসা,যাওয়া এই আমরী খালের উপর দিয়ে করতে হয়।সংসদ, উপজেলা, ইউনিয়ন নির্বাচন হলে প্রার্থীরা নিজেদের ভোট ব্যাংক তাদের ভোট নিতে ব্রীজ নির্মানের আশ্বাস দিয়ে যান, কিন্তু ভোটের পর তাদের ব্রীজ স্হাপনের দাবী আর পূর্ণ হয় না।দেখা মিলে না, নির্বাচিত জনপ্রতিনিদিদের। তাই উন্নয়ন বঞ্চিত এই জনপদের মানুষ কানাইঘাট -জকিগঞ্জের এম পি আলহাজ্ব হাফিজ আহমেদ মজুমদার সাহেবের প্রতি আকুল আবেদন। সহজ সরল নিরীহ নিবেদিত মানুষগুলি উন্নয়নের ছোয়া থেকে অনেক দিন ধনে বঞ্চিত রয়েছে। তাদের অনেক দিনের আসার প্রদীপ সেতুটি নির্মানের জন্য এমপি মহোদয় যত দূত সম্ভব ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী আকুল আবেদন জানাচ্ছেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

বিভাগের খবর দেখুন