চুনারুঘাট প্রতিনিধিঃ- আজ সারা দেশের ন্যায় চুনারুঘাট উপজেলায় ও পৌরসভায় টিকাদান কর্মসূচি কার্যক্রম প্রদান করা হয়, এতে করে সাধারণ মানুষ ধন্যবাদ জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে।
চুনারুঘাট উপজেলার সকল ইউনিয়নে একযোগে কোভিড ১৯ টিকা প্রদান করা হয়েছে। চুনারুঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন সম্মানিত চেয়ারম্যান, উপজেলা পরিষদ জনাব আলহাজ্ব আব্দুল কাদির লস্কর,ও উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব সত্যজিত রায় দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চুনারুঘাট এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, চুনারুঘাট।
ভ্যাকসিন প্রদান কার্যক্রমে সহযোগিতা করার জন্য সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সচিব, সদস্যগণ, উদ্যোক্তা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্বেচ্ছাসেবী সহ, ওয়ার্ড কমিটি ও ইউনিয়ন কমিটির সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন চেয়ারম্যান উপজেলা পরিষদ, চুনারুঘাট ও উপজেলা নির্বাহী অফিসার, চুনারুঘাট। এবং
চেয়ারম্যান বলেন পর্যায়ে ক্রমে এলাকার সবাই টিকা পাবে। আপনারা সরকারি নিয়ম মেনে চলুন, পরিবারে কথা চিন্তা করে অন্তত মাস্ক ব্যবহার করুন নিজে বাঁচুন অন্য কে বাঁচাতেও নিজে সচেতন হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা থেকে জানা যায় আজ টিকা দিয়েছেন ৭ হাজার ৮৩ জন মানুষ,
পরিশেষে চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন সকালের মঙ্গল ও সুস্বাস্থ্য দির্ঘায় জীবন কামনা করেন।