রাজা মিয়া রাজ, বিশেষ প্রতিনিধি:
আলহাজ্ব নাসির আহমেদ এর নিজস্ব অর্থায়নে মুন্সি গুল মোহাম্মদ লতিফিয়া কমপ্লেক্স এর ভিত্তি প্রস্তর স্হাপন অনুষ্ঠিত হয়েছে, বুধবার দুপুরে শরিষপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব নাসির আহমেদ এর নিজস্ব অর্থায়নে মাদ্রাসা ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্হাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আলহাজ্ব নাসির আহমেদ এর সভাপতিত্বে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ্ সভাপতি আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থ,ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুতফুর রহমান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মনজুর আহমদ ;
সদস্য মতিন জায়গীরদার,সাংবাদিক রাজা মিয়া,সায়েস্তা মিয়া প্রমুখ।