জৈন্তাপুর প্রতিনিধি :
বাংলাদেশ কৃষক লীগ জৈন্তাপুর উপজেলাধীন ৬নং চিকনাগুল ইউনিয়ন শাখার সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।
গত মঙ্গলবার (২০ ডিসেম্বর ) সন্ধ্যায় চিকনাগুল ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলকাছ উদ্দিনের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল মন্নান ।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী , প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক কয়ছর আহমদ, বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মকবুল আলী মঙ্গল, সদস্য বাদশা মিয়া, সোহেল রানা , উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি সেলাল আহমদ,আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন শাহিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আবুল হাসান চৌধুরী, সহ-সভাপতি আশিক উদ্দিন, সাধারণ সম্পাদক রহমত আলী,উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, সদস্য সেবুল দেব নাথ, যুব ক্রীড়া সম্পাদক নুরুল ইসলাম মঞ্জুর, শ্রমিক লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা যুবলীগের সদস্য, কামরান হোসেন, চিকনাগুল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম, যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন ফেরদৌস,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন , আওয়ামী লীগ নেতা, মোক্তার আলী,অহিদুর রহমান মেম্বার, সৈদুর রহমান, আব্দুল হান্নান, আব্দুল অধুদ মেম্বার , জামাল আহমদ, যুবলীগ নেতা তোফায়েল আহমদ, টিপু সওদাগর, ছাত্রলীগ নেতা ইফতেখার, ফলিক আহমেদ , মোঃ কামরান,আবু হুরায়রা, মাহবুব, সুহান, প্রমূখ।
সম্মেলনে তৃণমূল নেতাকর্মীদের সমর্থন প্রস্তাবে সভাপতি পদে দুই জনের নাম ও সাধারণ সম্পাদক পদে তিন জনের নাম প্রস্তাব আসে সভাপতি পদে একজন আরেকজনকে সমর্থন দিলে নাজমুল ইসলাম সভাপতি নির্বাচিত হন, সম্পাদক পদে উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দর পরামর্শে মন্তাজ আলী কে নির্বাচিত করা হয়।
এ বিষয়ে উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল মন্নান জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পাঁচ প্রার্থীর মধ্যে তৃণমূল নেতাকর্মীর সমর্থন প্রস্তাব ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দর পরামর্শে সভাপতি পদে নাজমুল ইসলাম, সহ-সভাপতি সেলিম, ও সাধারণ সম্পাদক পদে মন্তাজ আলী, যুগ্ম সম্পাদক জাকারিয়া হোসেন, এবং সাংগঠনিক সম্পাদক পদে কামরুল মিয়ার নাম ঘোষণা করা হয়েছে। আমরা আশাবাদী তাদের নেতৃত্বে আরও এগিয়ে যাবে কৃষক বাঁচাও দেশ বাঁচাও পতাকা বাহীর সংগঠন বাংলাদেশ কৃষক লীগ জৈন্তাপুর উপজেলা শাখা।