শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের দেববাড়ি রোডে ভলিবল টূর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ই মার্চ) বিকাল সাড়ে ৩ ঘটিকায় দেববাড়ি রোডের ভৈরবতলি মাঠে দেববাড়ি রোডের ইয়ং স্টার এর উদ্যোগে এবং দেববাড়ির সন্তান কানাডা প্রবাসী কংকন দেব এর অর্থায়নে এই টূর্ণামেন্টের আয়োজন করা হয়।
সাবেক ভলিবল খেলোয়াড় সুজিত শ্যাম প্রধান অতিথি হিসেবে টূর্ণামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী দিনে দুইটি খেলা অনুষ্টিত হয়। দিনের প্রথম খেলায় অংশ গ্রহণ করে দেববাড়ি রোডের লাল দল ও সবুজ দল। সবুজ দল ২-১ সেটে লাল দলকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। দিনের অপর খেলায় হলুদ দল ২-০ সেটে সবুজ দলকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে এবং তিন নম্বর সেটে সবুজ দল হলুদ দলকে ২৫-২১ পয়েন্টে পরাজিত করে।
খেলায় দেববাড়ি রোডের লাল, সবুজ ও হলুদ এই ৩টি দল রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে একে অপরের সাথে খেলবে। খেলায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী দর্শকরা খেলা উপভোগ করেন।