শিরোনাম
জৈন্তাপুরে রাহিম রাবেয়া ২য় মেধা অন্বেষণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ জৈন্তাপুর রাংপানি স্কুল ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন  সিলেটের সীমান্তে বিজিবির অভিযানে দেড় কুটি টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবের ৫ম তম দি-বার্ষিক নির্বাচনে ৭ ইং ফেব্রুয়ারি নির্বাচিত ও প্রকাশ করা হলো বর্ণাঢ্য আয়োজনে সিলেটে দৈনিক গণমুক্তির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন দোয়ারাবাজারে প্রা: বিদ্যালয়ে শিক্ষক রশিদ আহাম্মদ’র বিদায় সংবর্ধনা বানারীপাড়ায় রাতভর ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের, বাদীকে আসামিদের হুমকি  ছাতকে শিমুলতলা কবরস্থানের রাস্তা  মাটি ভরাট ও পাকা করনের দাবি পবিত্র শবে বরাত এর ফজিলত ও ইবাদত! জৈন্তাপুরে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আসামে বাংলাদেশের গুয়াহাটি মিশনের উদ্যােগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বর্ণাঢ্য অনুষ্ঠান পালিত

Coder Boss / ৪৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

ভারতের আসামে বাংলাদেশ’র সহকারী হাইকমিশন গুয়াহাটি মিশনের উদ্যােগে বাংলাদেশের ৫৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান পালিত হয়েছে।

গত ২৭ মার্চ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় আসামের গুয়াহাটিস্থ খানাপাড়ায় হোটেল বিভান্তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসাম সরকারের পরিবেশ ও বন, অ্যাক্ট-ইস্ট পলিসি অ্যাফেয়ার্স এবং সংখ্যালঘু বিভাগ কল্যাণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী চন্দ্র মোহন পাটোয়ারী।
অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন আসাম রাজ্য বিধান সভায় এমএলএ তরুংগ গগৈ, বিধায়ক লরেঞ্চ ইচলারী, আসাম সরকারের চীফ সেক্রেটারী মনিন্দ্র সিং । অনুষ্ঠানে শুরুতে দু’দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান আসামের গুয়াহাটি’ত নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার ও মিশন প্রধান রুহুল আমিন এবং তার পত্নী ডা: নবনীতা হক।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শ্রী চন্দ্র মোহন পাটোয়ারী বলেন,বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে প্রতিবেশ দেশ ভারত সাধ্য মত সবকিছু দিয়ে সহযোগিতা করেছে। যুদ্ধে বাংলাদেশর ৩০ লক্ষ্য শহীদের সাথে অনেক ভারতীয় সৈনিক শহীদ হয়েছেন। ১৯৭১ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সাথে ভারত সরকারের গভীর বন্ধুতপুর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। তিনি মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণ কে শুভেচ্ছা জানান।
মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারী আর বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অন্যন্য উচ্চতায় রয়েছে। তিনি বলেন, ঢাকা-গুয়াহাটি বিমান চলাচল পুনরায় শুরু করা হবে। আসাম সরকার শিলচর-সিলেট সরাসরি বাস সাভির্স চালু করতে যাচ্ছে। ভারত সরকার বাংলাদেশের সাথে স্থল পথ,নৌ-পথে যোগাযোগ উন্নয়নে আগ্রহী। ভারতের কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্ব রাজ্য আসাম সহ সেভেন সিস্টার রাজ্যের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও সম্পর্ক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সিলেট বিভাগের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
সিলেটের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আসামের শিলচর শহরে শিলচর-সিলেট উৎসব অনুষ্ঠিত হয়েছিল। তিনি বলেন, দু’দেশের বাণিজ্য,পর্যটন শিল্পের বিকাশ,ভাষা ও সাহিত্য, সংস্কৃতি বিনিময় এবং রেল ও সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা-কে আর এগিয়ে নিতে বন্ধুপ্রতিম দুই দেশ আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। আসামের ব্রহ্মপুত্র নদী এবং বরাক-কুশিয়ারী নদী খননের উদ্যাগ গ্রহন করা হয়েছে। নদী খনন কাজে ইতোমধ্যে ভারত সরকার ৫০ কোটি টাকা বরাদ্ধ দিয়েছে। তিনি ১৯৭১ সালের স্মৃতিচারণ করে বলেন, আমি তখন ৮ম শ্রেনীর ছাত্র ছিলাম আসামের দৈনিক পত্রিকার কাটিং পড়ে মুক্তিবাহিনীর খবর জানতাম। আমার পিতা হাফলং-য়ে মুক্তি বাহিনী কে গ্যারিলা ট্রেনিং দিতেন। বাবার নিকট থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অনেক গল্প শুনেছি।
বিশেষ অতিথি আসাম রাজ্য বিধান সভায় এমএলএ লরেঞ্চ ইচলারী বলেন, সম্প্রতি সময়ে আমি বাংলাদেশ সফরে গিয়ে ছিলাম। বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্বে অনেক অবকাঠােমাগত উন্নয়ন করা হয়েছে। মিউজিয়াম পরিদর্শন করে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক তথ্য জেনেছি। বাংলাদেশে বসবাসরত জনজাতি সম্প্রদায়-কে সহযোগিতা করতে তিনি শেখ হাসিনা সরকারের প্রতি অনুরোধ করেন। তিনি মহান স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
বিশেষ অতিথি রাজ্য বিধান সভায় এমএলএ তরুংগ গগৈ বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বাংলাদেশের ৫৩ তম স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশের জনগণের প্রতি অভিনন্দন জানান। তিনি বলেন, আসাম সরকার বাংলাদেশের সাথে বহু মাত্রিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। দুই দেশ অর্থনৈতিক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আসামের গুয়াহাটি’তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার ও মিশন প্রধান রুহুল আমিন বলেন,১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের অন্তত ১কোটি মানুষ কে তৎকালীন ভারত সরকার আশ্রয় দিয়ে ছিলেন। আসামে অন্তত ৩ লাখ মানুষ আশ্রয় গ্রহন করে ছিলো। যুদ্ধে ভারতীয় সরকার হাজার হাজার সৈন্য সহ সবকিছু দিয়ে সহযোগিতায় করায় তিনি ভারত সরকার এবং তাদের জনগনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আসামের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য,পযর্টন শিল্পের উন্নয়ন ও বিকাশে এবং সম্পর্ক উন্নয়নে গুয়াহাটি মিশন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ভারতের উত্তর-পূর্ব রাজ্য গুলোর সাথে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে।
তিনি বলেন,ঢাকা-সিলেট-ডাউকি-শিলং-হয়ে গুয়াহাটি পর্যন্ত বাস সার্ভিস পুনরায় চালু করা হবে।
আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যের গুলোর মানুষের জন্য ভিসা সহজ করা হয়েছে। উভয় দেশের মানুষ এখন সহজে ভ্রমনে করতে পারছেন । বাংলাদেশ-ভারতের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে গুয়াহাটি মিশন সবরকম সহযোগিতা করে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুয়াহাটিস্থ ভুটানের কনসাল জেনারেল জিগমে থিমল্যে নামগয়াল, আসাম সরকারের ডেপুটি সেক্রেটারী অ্যাক্ট-ইস্ট পলিসি অ্যাফেয়ার্স মানবেন্দ্র প্রতাব সিংহ (আইএএস),বাণিজ্য মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারী ড.লক্ষ্মান্নান (আইএএস),মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মাহবুবুল হক,ভাইস চ্যান্সেলর প্রফেসার জে,ডি শর্মা, গুয়াহাটি রয়েল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসার ড. সঞ্জয় প্রতাব সিংহ,ডাউন-টাউন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসার ড. নারায়ন চন্দ্র তালুকদার, গুয়াহাটি কটন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসার ড. রমেশ চন্দ্র ডেকে, মেঘালয় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ লি:’র জেনারেল সেক্রেটারী শ্রী ডলি খংলো, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ গুয়াহাটি চ্যাপ্টারের পরিচালক শাহ মোহাম্মদ ফরিদ।
এছাড়া উপস্থিত ছিলেন আসাম সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাবিদ,ব্যবসায়ী, সাংবাদিক, শিল্পী ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল ও সাংবাদিক ইউসুফুর রহমান অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আসামের বিভিন্ন সরকারী-বে-সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবি,সাহিত্যিক ও শিল্পীদের গুয়াহাটি মিশনের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন