বিশেষ প্রতিনিধি:
জিগীষা মানবিক পার্টির ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটি অনুমোদন দিবেন আজ এমনটিই জানালেন পার্টির চেয়ারম্যান – নূর হোসাইন (নূর এইচ ), ১৪ ফেব্রুয়ারি জিগীষা মানবিক পার্টি নামে ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি এ তথ্য নিশ্চিত করেন , জানা যায় গত ১৩ জানুয়ারি এই পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় দৈনিক রুপবানী পত্রিকা অফিসের হল রুম থেকে, এরপর ভোলায় সফর করেন পার্টি চেয়ারম্যান নূর হোসাইন, সেখানে কমিটির একাংশ নিয়ে তিনি পার্টির আইডিতে ছবি পোস্ট করেন এবং ভোলা জেলা কমিটি দ্রুত দিবেন বলে তিনি জানান আর আজ ঢাকা মহানগর উত্তর কমিটি অনুমোদন দিচ্ছেন তিনি, এমনটিই তথ্য নিশ্চিত করে পার্টির চেয়ারম্যান নূর হোসাইন বলেন ঢাকা মহানগর উত্তর কমিটি অনুমোদনের পর ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ জেলা কমিটি অনুমোদন করা হবে এরপর আবার ভোলা জেলার কমিটি অনুমোদন দিতে ভোলায় সফর করবেন। তিনি দেশবাসীর কাছে দোয়া কামনাও করেন ।