রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মাদকের অভয়ারন্য স্থান বরিশালের বানারীপাড়ায় ওসি হেলাল উদ্দিনের হানা। গাজা গাছ ও ইয়াবা সহ আটক দুই।

Coder Boss / ৪০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

জাকির হোসেন, বরিশাল জেলা প্রতিনিধি।

বানারীপাড়া উপজেলা যেন মাদকের সাম্রাজ্য। যেখানে গাজা চাষ হয়। দীর্ঘদিনের মাদকব্যবসায়ীরা খুব আয়েশেই ব্যবসা করে আসছিল। টাকা পয়সা বাড়ি গাড়ি মালিক বনে গেছেন। আর সেই আয়েশের ঘুম হারাম করে দিয়েছেন বানারীপাড়া থানায় সদ্য যোগদানকারী চৌকস পুলিশ কর্মকর্তা হেলাল উদ্দিন। গত মাসের ২৬ তারিখ বানারীপাড়া থানায় যোগদান করেই মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেছেন। তারই ধারাবাহিকতায় মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় পুলিশের বিশেষ অভিযানে একের পর এক পাকরাও হচ্ছে মাদক ব্যবসায়ী। গত এক সপ্তাহের ব্যবধানে ৭জন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে। বিশেষ অভিযানের ধারাবাহিকতায় ২টি গাঁজা গাছ সহ এক যুবককে আটক করেছে পুলিশ। ৮ সেপ্টেম্বর ভোর রাত ৪টার দিকে বানারীপাড়া থানার লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান অভিযান চালিয়ে সজিব সরদার (২০) নামের এক যুবককে বিশালাকৃতির ২ টি গাঁজা গাছ সহ আটক করেণ। সজিব সরদার উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের বালীপাড়া গ্রামের সেলিম সরদারের ছেলে। উপ-পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সজিবদের বসত ঘরের উত্তর পাশ থেকে তাদের নিজ সম্পত্তিতে রোপিত ২টি গাঁজা গাছ উদ্ধার করেণ তিনি। এ সময় সজিবকেও আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব স্বীকারোক্তি দিয়েছে ব্যবসার উদ্দেশ্যেই গাঁজা গাছ রোপন করেছিলো সে। এ ব্যপারে এসআই মো. হাবিবুর রহমান বাদী হয়ে বানারীপাড়া থানায় মাদক দ্রব্য নিয়স্ত্রন আইনে মামলা দায়ের করেছেন। এদিকে গতকাল রাতে বানারীপাড়া থানার এসআই (নিঃ) মোঃ মনজুর হোসেন, সংগীয় অফিসার সহ বানারীপাড়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বানারীপাড়া থানাধীন ব্রাক্ষ্মনকাঠী ৬২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বের স্বরূপকাঠী টু বরিশাল গামী মহাসড়কের উপরে হইতে মোঃ আসলাম শরীফ (৩২), পিতা-আব্দুল খালেক শরীফ নামে এক মাদকব্যবসায়ীকে ২০(বিশ) ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।এদিকে বানারীপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ সামাজিক ব্যধি সৃষ্টি করা সকল পর্যায়ের অপরাধকারিদের মধ্যে চরম আতঙ্ক ভর করেছে। অপরদিকে সুধী সমাজ পুলিশের এই বিশেষ অভিযানকে সাধুবাদ জানিয়ে এর ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে মতামত দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

বিভাগের খবর দেখুন