সিলেট নিউজ ডেস্ক।। করোনা আক্রান্ত হয়ে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের ছোট ধিরারাই গ্রামের নতুন বাজারের মৃত আপ্তাব আলীর ছেলে সুহেল আলী (৪০)। সুহেল আলী দয়ামীর ইউপির যুবলীগের রাজনীতি সাথে জড়িত ছিলেন। তিনি গত ২৮ জুন করোনা উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হলে সন্ধ্যার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এ দিন হাসপাতালে তার নমুনা সংগ্রহ করে কর্তৃপক্ষ। পরে তাকে বাড়িতে না এনে সেখান থেকে সরকারী ভাবে নয়াসড়কস্থ মানিকপীর (র.) কবরস্থানের দাফন সম্পন্ন করা হয়। বর্তমানে তার পরিবারকে প্রশাসনিক ভাবে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এদিকে আওয়ামী পরিবারের সদস্য হওয়া সত্য ও এখন তার পরিবার আওয়ামী লীগ থেকে কোনো ধরনের খোজখবর নেওয়া হয় নি বলে হতাশা প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। নতুন বাজারে আওয়ামী লীগের একজন কর্মী থাকা সত্ত্বেও কেউ কোনো খোঁজ নেয়নি সুহেল আলী। বিষয়টি সুহেল আলীল পরিবার সাথে যোগাযোগ করে নিশ্চিত করেছেন এমসি কলেজ ছাত্রলীগ নেতা এ কে সুমন।