বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গোলাপগঞ্জে পথশিশুদের নিয়ে স্টুডেন্ট’স ফোরামের ব্যাতিক্রমি ঈদ উদযাপন

Coder Boss / ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২০

সাইফ আহমেদঃ

সারাদিন কাগজ আর প্লাস্টিক কুড়িয়ে দিন কাটে পথশিশুদের। অন্ধকার যখন প্রকৃতির বুকে ভর করে, তখন তার ঠিকানা হয় ফুটপাতে বা মার্কেটের নিচে। ময়লা-আবর্জনার স্তুপে জীবিকা খুঁজে বেড়ানো পথশিশুদের কাছে ‘ঈদ’ হলো অন্য যেকোন দিনের মতই। ঠিকমত যার খাবার জুটে না, তার আবার ঈদ ? তার উপর বাবা-মা আছে কি নেই, জানে না সে।গোলাপগঞ্জে পথশিশুদের নিয়ে স্টুডেন্ট'স ফোরামের ব্যাতিক্রমি ঈদ উদযাপন

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শনিবার দুপুর ২ঃ৩০ টার সময় গোলাপগঞ্জ পৌরশহরস্থ কদমতলী এলাকায় ঈদ আনন্দ ও ভোজনের আয়োজন করে গোলাপগঞ্জ স্টুডেন্ট’স ফোরাম । সবাইকে (পথশিশু) এক সাথে পেয়ে হৈ-হুল্লোড়, আর নাচে-গানে মেতে উঠে পথশিশুরা। ওই সময় তাদের চোখে মুখে যেন অন্য রকম আনন্দের ছাপ দেখা যায়।

গোলাপগঞ্জের অলিগলিতে থাকা প্রায় অর্ধশতাদিক পথশিশু এই ঈদ আনন্দ আয়োজনে অংশ নেয়।
গোলাপগঞ্জ পৌরশহরে দিনব্যাপী অনুষ্ঠিত এই আনন্দ আয়োজনে পথশিশুদের বিনোদনের নানা ব্যবস্থা ছিল। ছেলে পথশিশুদের জন্য প্রীতি ফুটবল ম্যাচ ও মেয়েদের জন্য চেয়ার খেলা।গোলাপগঞ্জে পথশিশুদের নিয়ে স্টুডেন্ট'স ফোরামের ব্যাতিক্রমি ঈদ উদযাপন

পথশিশু রিহান জানায়, ‘সারাদিন আনন্দ করেছি। বেশ মজা লেগেছে। এরকম আয়োজন সব সময় হলে ভাল লাগে।’

পথশিশুদের নিয়ে ঈদ উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ স্টুডেন্ট’স ফোরামের আহ্বায়ক সাইফুর রহমান, সদস্য সচিব ডি এইচ মান্না, যুগ্ম আহ্বায়ক সাজন আহমদ,এমদাদুল হক সুহিন,এম.ডি ফাহিম আশরাফ, ঘোষগাও টিলাগাও মানব সমাক কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন,আদনান আহমদ বাবর,তাহমিদুর রহমান চৌধুরী, সাইদুল ইসলাম,মুস্তাকিম মাহিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

বিভাগের খবর দেখুন