শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হবিগঞ্জে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত বিএনপি নেতা শেখ আব্দুর রশীদ মারা গেছেন

Coder Boss / ৩৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

পলাশ পাল স্টাফ রিপোর্টারঃ

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শেখ আব্দুর রশীদ হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর পূর্বহাটির শেখ আব্দুল আলীর ছেলে। তিনি জেলা বিএনপির সাবেক সদস্য ছিলেন।

গত ১৯ নভেম্বর হবিগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় খোয়াই মুখ রনক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়ন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে ১০ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।

পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে শেখ আব্দুর রশীদসহ কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শেখ আব্দুর রশীদ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মারা যান।

এ ঘটনায় ২০ নভেম্বর পুলিশ বাদি হয়ে অন্তত ৩শ’ জনকে আসামী করে মামলা দায়ের করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

বিভাগের খবর দেখুন