শওকত হাসান, তাহিরপুর:
সুনামগঞ্জের তাহিরপুরে ভয়াবহ অগুনে পুড়ে ২২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল নতুনহাটি গ্রামের ২টি দোকান, ৬টি বসতঘর ও ৩টি ধানের গুলা ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। যার আনুমানিক মূল্য ২২লক্ষাধিক টাকা।
পুড়ে যাওয়া ঘরগুলো হলো, সিরাজুল ইসলামের বসতঘর, দোকান ও ধানের গুলা, আবু বক্করের বসতঘর ও ধানের গুলা, সারোয়ার হোসেনের বসত ঘর ও ধানের গুলা, আলীনুর মিয়ার বসতঘর ও ধানের গুলা, আল আমিনের বসতঘর ও কিবরিয়ার বসতঘর।
এ ঘটনায় আহতরা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় রয়েছে।
বড়দল দক্ষিণ ইউনিয়নের ইউপি সদস্য মিলন মিয়া জানান, সিরাজুল ইসলামের দোকান ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, আগুনে পুড়ে যাওয়া দোকান ও বাড়িগুলোর ক্ষয়ক্ষতির তালিকা তৈরী করার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসকে দায়িত্ব দেওয়া হয়েছে।