কলকাতা প্রতিনিধিঃ
ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের অবিলম্বে দেশে ফেরাও ভারত সরকার, এই দাবী নিয়ে, আজ পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেস একটি র্যালি করলেন, হাজরা মোড় থেকে ধর্মতলা মেয়ো রোডের সংযোগস্থলে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত ,যুদ্ধ নয় শান্তি চাই, এই বার্তা কেন্দ্রীয় সরকারকে দিতেই একটি র্যালি করলেন।
মৃতদের প্রতি শ্রদ্ধা ও শান্তি কামনায় প্রদীপ হাতে গান্ধী মূর্তি পাদদেশে এসে র্যালি শেষ করেন, যে সকল ছাত্র ছাত্রীরা ডাক্তারী পড়াশোনা করতে গিয়েছে এবং আটকে পড়েছে তাদের যে কোন শর্তে আমাদের দেশে ফিরিয়ে আনতে হবে।
এই দাবি কেন্দ্রীয় সরকারের কাছে, র্যালিতে প্রায় তিনটথেকে চারশো মহিলা সদস্য পা মেলান , উপস্থিত ছিলেন র্যালির প্রথম ভাগে মাননীয়া মন্ত্রী শ্রীমতী শশী পাঁজা, সাংসদ মালা রায়, বেহালা পূর্ব বিধানসভার বিধায়িকা শ্রীমতি রত্না চ্যাটার্জী, মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, এবং উপস্থিত ছিলেন জুই বিশ্বাস অন্যান্য কাউন্সিলর , সাংসদ মালা রায়এর আগেই বিদেশমন্ত্রী জয় শংকর কে চিঠি দিয়েছিলেন, ভারতীয় ছাত্র ছাত্রীদের দেশে ফেরানোর ব্যবস্থা করার জন্য।
রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়