শিরোনাম
বরগুনার আমতলী পশুর হাটে বিক্রেতাদের কাছ থেকে অবৈধভাবে চাদা নেয়ার অভিযোগ বিশ্বনবীর প্রতি হজরত সাদ ইবনে মুয়াজের ভালোবাসা ও আবেগ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী নিজ দখলীয় জমিতে বাধা প্রদান মধুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত আলতাব উদ্দিন ভূঁইয়া ও তার সংঘ বাঙ্গরা মিলে আখিনুর আক্তার স্বর্ণাকে প্রাণ নাসের হুমকি পূর্ব শত্রুতার জেরে দোয়ারাবাজারে কিশোরকে হত্যা, ধরাছোঁয়ার বাইরে আসামিরা ছাতকে প্রাণী সম্পদ কার্যালয়ের মাঠ কর্মী কর্তৃক প্রশিক্ষণ নেয়া ২৫ নারীর সাড়ে ৫ লক্ষ টাকা আত্মসাৎ অজু শেষে যে দোয়া পড়লে জান্নাতের সব দরজা খুলে যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী কমেডিয়ান থেকে কন্টেন্ট ক্রিয়েটর গ্যাঞ্জাম ভাই বানারীপাড়ায় মাদক কারবারি শাকিলের বাড়ি থেকে ৪ কেজি গাঁজা উদ্ধারসহ ১ জনকে আটক করেছে থানা পুলিশ
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দ্রুত বাড়ছে করোনা;সিলেটে আক্রান্ত ১৯।

Daily Sylhet news / ৫১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

সিলেট নিউজ ডেস্ক:
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপট দূর্বল হওয়ার পর ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে।ধারাবাহিকভাবে কমতে কমতে এক পর্যায়ে ২৬ মার্চ তা একশর নিচে নেমে এসেছিল। গত ৫ মে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নেমেছিল ৪ জনে। শনাক্তের হার ১ শতাংশের নিচে ছিল বেশ কিছু দিন। তবে গত ২২ মের পর থেকে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বাড়ছে। ১১ সপ্তাহ পর দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা গত ১২ জুন আবার ১০০ ছাড়িয়ে যায়। ১২ দিনের মাথায় তা দেড় হাজারের ঘরও ছাড়ায়।

মঙ্গলবার(০৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে ও মৃত ৭ জনই পুরুষ। ১১ হাজার ৯৩২টি নমুনা পরীক্ষার বিপরীতে একই সময়ে ১ হাজার ৯৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ১৬.৭৪ শতাংশ। ১ হাজার ৯৯৮ জন শনাক্তদের মধ্যে,১ হাজার ৬২৭ জন ঢাকা বিভাগের,৪২ জন ময়মনসিংহ বিভাগের,১৩৬ জন চট্টগ্রাম বিভাগের,৪৭ জন রাজশাহী বিভাগের,১৮ জন রংপুর বিভাগের,৩৭ জন খুলনা বিভাগের,৭২ জন বরিশাল বিভাগের ও ১৯ জন সিলেট বিভাগের। এর আগের ২৪ ঘণ্টায় অর্থাৎ ০৪ জুলাই সোমবার ১২ জনের মৃত্যু হয়েছিল এবং ২ হাজার ২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৬.৫১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪৯৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ২৮ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৭ শতাংশ। বাংলাদেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত বছরের ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণ বাড়তে শুরু করে। করোনার নতুন ধরন অমিক্রনের প্রভাবে দ্রুত বাড়তে থাকে রোগী শনাক্ত ও শনাক্তের হার।

চলতি বছর(২০২২)-এর ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে নিয়মিতভাবে রোগী শনাক্ত ও শনাক্তের হার কমেছে। দেশে সংক্রমণ কমে আসায় আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তুলে নেওয়া হয় করোনাকালীন বিধিনিষেধ। ২৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০০-এর নিচেই ছিল। এর পর থেকে তা বেড়েছে। সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত দেশে ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৮১ জনের।

দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। মাস্ক না পরলে শাস্তি দেওয়া হবে বলে সতর্কও করা হয়েছে।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন