সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আর্জেন্টিনার জার্সি গায়ে যে ব্যক্তি কে ওই ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ

সিলেট নিউজ ডেস্ক / ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

সিলেট নিউজ ডেস্কঃ

আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে, হাতে বন্দুক নিয়ে গতকাল বুধবার (৭ ডিসেম্বর) নয়াপল্টনে পুলিশের সঙ্গে ছিলেন এক ব্যক্তি। বিএনপির নেতা-কর্মীদের উপর গুলি করতেও দেখা গেছে তাকে। 

ওই ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সংবাদকর্মীদের এ তথ্য জানান। 

নয়াপল্টনে বিপ্লব কুমার সাংবাদিকদের বলেন, ‘আর্জেন্টিনার জার্সি গায়ে যে ব্যক্তি কে?-তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। তাকে এখনো চিহ্নিত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।’

ওই ব্যক্তি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কি না জানতে চাইলে বিপ্লব কুমার বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে।’
বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে ত্রি-মুখী সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
সংঘর্ষের পর বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির প্রায় সাড়ে ৪’শ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলটির নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে ১০ ডিসেম্বর পূর্ব ঘোষিত সমাবেশ করার ব্যাপারে অনড় অবস্থান ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

বিভাগের খবর দেখুন