গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের উপরগ্রাম ক্রিকেটার্স কর্তৃক আয়োজিত এক বিরাট জমজমাট নাইট ক্রিকেট টুনার্মেন্ট আয়োজন করা হয়। গত ২১ ডিসেম্বর ২০২৪ইং তারিখে রাত ৮ ঘটিকায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপরগ্রাম বাজারের (হাদারপার) সিএনজি স্টেশনে সংলগ্ন মাঠে খেলাটি সম্পন্ন হয়। ফাইনাল ম্যাচে শক্তিশালী ২টি দল একে অপরের মোকাবিলা করেন, হাদারপার টাইটান্স বনাম ছড়ারপার আইডিয়াল দল। ম্যাচটিতে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন ইউজি ক্রিকেটার্সের ইসমাইল হোসেন শিমুল ও আকিল আহমদ। থার্ড আম্পায়ারের দায়িত্ব ছিলেন সজিবুল ইসলাম হৃদয়। ম্যাচ রেফারির দায়িত্ব ছিলেন উক্ত টুনার্মেন্টের সভাপতি কামরুল ইসলাম ময়ূর ও সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল ইমন। স্কোরের দায়িত্ব ছিলেন সজিব ও সুফিয়ান। ধারাভাষ্যকার ছিলেন শোয়েব আহমদ ও হুসাইন আহমদ।
প্রথমে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় হাদারপার টাইটান্স এবং ৮ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৫১ রানের টার্গেট ছুড়ে দেয় ছড়ারপার দল কে। ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ছড়ারপার দল ৩ উইকেটে ৪৩ রান নিতে সক্ষম হন।
৮ রানে ব্যবধানে ম্যাচটি হেরে যায় ছড়ারপার দল। ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছেন হাদারপার টাইটান্স। ম্যাচ সেরা হয়েছেন হাদারপার টাইটান্সের মাহবুব। টুর্নামেন্ট সেরা হয়েছেন ছড়ারপার দলের অলরাউন্ডার আলাল। সেরা ব্যাটসম্যান বৈশাখী ক্রিকেট দলের হৃদয়।
ফাইনাল শেষে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়।