বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকের জাউয়া সাহিত্যিক পাড়া নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সিলেট নিউজ ডেস্ক : / ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

ছাতক প্রতিনিধিঃ

ছাতকের জাউয়া বাজারে ফুটবল প্রেমী যুবকদের উদ্যোগে ৩য় নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ‘২৫ এর আয়োজন করেছে জাউয়া সাহিত্যিক পাড়া যুবসমাজ।

সোমবার (২১ জানুয়ারি ) রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৪।

নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিনের সভাপতিত্বে ও উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা আবুল হাসনাত।

নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাউয়াবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি নুর মিয়া, জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক
বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন, খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, জাউয়াবাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, খেলা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সুজন মিয়া, জনপ্রিয় নিউজ পোর্টাল জাউয়া বাজারের ডাক’র সম্পাদক মন্ডলীর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হেলাল উদ্দিন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোশাররফ হোসেন,হাজী আছলম আলী,মাহমদ আলী,তুলা মিয়া, জুমেন মামন, খয়ের মিয়া, মাছুম উদ্দিন,আরজু মিয়া, মোহাম্মদ আলী, ফয়সল মিয়া, তোফাজ্জল প্রমূখ

 

সহ জাউয়া এলাকার খেলোয়াড প্রেমিকরা উপস্থিত ছিলেন।

এদিকে, উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন চেলসি স্পোর্টিং ক্লাব জাউয়া Vs ভাই ভাই স্পোর্টং ক্লাব বিনন্দপুর।
পরে উদ্বোধনী ম্যাচে বিজয়ী দল চেলসি স্পোর্টিং স্পোর্টিং ক্লাবকে একটি বাইসাইকেল তুলে দেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসনাত বলেন, যুবসমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে অপসংস্কৃতি ও মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে। যত বেশি টুর্নামেন্টে অংশগ্রহণ করা হবে তত বেশি খেলার মান বাড়বে এবং নতুন স্কিল উন্নতি হবে। গ্রামের অনেক দর্শকেরা খেলা উপভোগ করেন। গ্রাম বাংলার এরকম একটা খেলা উপভোগ করতে পেরে দর্শকরা ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দুরে সরিয়ে রাখতে এবং এই পঅঞ্চলের যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাটেই এই আয়োজন প্রতি বছর আয়োজন করতে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন