শিরোনাম
আমার কাজের প্রতি চুনারুঘাটবাসীর আস্থা আছে; ব্যারিস্টার সুমন দৈনিক উত্তরপূর্ব পত্রিকার অমিত দাস শিবুর মরদেহ উদ্ধার তেলিয়াপাড়া চা-বাগানে পুনাকের বার্ষিক বনভোজন উদযাপন জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত জৈন্তাপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী’র স্টল পরিদর্শনে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান  রাষ্ট্র ও সমাজের কল্যাণে ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন-জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ছাতকে সেবা ব্লাড ফাউন্ডেশন ইসলামপুর ইউপি’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ৮৮,০০০ টাকার জাল নোটসহ চুনারুঘাটের ‘জামাল মিয়া’ গ্রেফতার বছর ঘুরে আইলো আবার ‘বৈশাখ’ জৈন্তাপুর প্রবাসী গ্রুপ কাতার শাখার ঈদ আনন্দ ভ্রমণ
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হবিগঞ্জের লাখাইয়ে মুছে যাচ্ছে দত্ত বাড়ির ইতিহাস

Coder Boss / ৬১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

 

হবিগঞ্জ বিশেষ প্রতিনিধি ঃ

হবিগঞ্জের লাখাই ঐতিহাসিক দত্ত বাড়ী,
লাখাইয়ের স্বজনগ্রাম,টাউনশীপ,
১। ভারতবর্ষের স্পীকার ও লাখাই থানার প্রতিষ্টাতা রায়বাহাদুর এডভোকেট সতীশ চন্দ্র দত্ত।
২। বঙ্গবন্ধুর শিক্ষক প্রফেসর ডঃ ভবতোষ দত্ত।
৩। ভারতের কেন্দ্রীয় আইনসভার সদস্য শ্রীস চন্দ্র দত্ত।
৪। আসাম পার্লামেন্টের মেম্বার রায়বাহাদুর এডভোকেট হেমচন্দ্র দত্ত।
৫। ভারতের পার্লামেন্টের মেম্বার জ্যোৎস্না রানী দত্ত।
৬। ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড বারীন দত্ত।
৭। ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক নারী নেত্রী হেনা দাশ।
৮। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্যারাকমান্ডো অফিসার কর্ণেল অশোক কুমার দত্ত।
৯। পুলিশের এডিশনাল আইজি দেবী দত্ত।
১০। পুলিশের ডি আই জি সুধীর চন্দ্র দত্ত।
১১। সিলেট বিভাগের প্রথম FRCS ডাক্তার নরেশ চন্দ্র দত্ত।
১২। ডাঃ পরেশ চন্দ্র দত্ত।
১৩। স্বরাষ্ট সচিব বীরেশ চন্দ্র দত্ত।
১৪। আইন সচিব নির্মল চন্দ্র দত্ত।
১৫। বিজ্ঞানী ডঃ রনজিত কুমার দত্ত।

বৃটিশ আমলে ভাররবর্ষের পশ্চিমবাংলা, পুর্ব বাংলা, আসামের আলোকিত ও শিক্ষিত বংশ ছিল লাখাই ঐতিহাসিক দত্ত বংশ।সেই সময় ১২০ জন ছিলেন লাখাই দত্ত বংশে উচ্চ পর্যায়ের অফিসার। দত্ত বংশের লোকেরা সিলেট, শিলচর,কলকাতা,দিল্লী,লন্ডন,আমেরিকায় বসবাস করতেন।দুর্গাপুজার সময় লাখাই এসে সবাই মিলিত হতেন।
১৯৪৭ সালে ভারত পাকিস্তান ভাগ হলে দত্ত বংশের লোকেরা পাকিস্তান ত্যাগ করে। ১৯৫৮ সালে আইয়ুব খানের সামরিক শাসনের সময় বাকীরা দেশ ত্যাগ করে।

১৯৬০ সালে প্রেসিডেন্ট আইয়ুব খান টাউনশীপ প্রকল্প বাস্তবায়ন লাখাই ঐতিহাসিক দত্ত বাড়ীতে লাখাই থানা সদর দপ্তর প্রতিষ্টিত হয়।

১৯৮৩ সালের ১৫ এপ্রিল লাখাই থানা সদর দপ্তর কালাউকে প্রতিষ্টিত হলে লাখাই দত্ত বাড়ী অকেজো হয়ে পড়ে। লাখাই থানার প্রশাসন টিএনও এর অধীনে চলে।
লাখাই দত্ত বাড়ী থেকে চারজন এমপি হয়েছেন।ভারতবর্ষের স্পীকার হয়েছেন। বঙ্গবন্ধুর শিক্ষক প্রফেসর ডঃ ভবতোষ দত্ত এই বাড়ীর সন্তান।

ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড বারীন দত্ত,নারী নেত্রী হেনা দাশ,মুক্তিযোদ্ধা কর্ণেল অশোক কুমার দত্ত,বিজ্ঞানী ডঃ রনজিৎ দত্তেত স্মৃতি বিজড়িত এই বাড়ী।
মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত লাখাই দত্ত বাড়ীটি উদ্ধার করে ” লাখাই ঐতিহাসিক দত্ত বংশের স্মৃতি যাদুঘর” প্রতিষ্ঠা করা দরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

বিভাগের খবর দেখুন