চুনারুঘাট প্রতিনিধিঃ বুধবার (০৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ায় তাঁর সরকার অঙ্গীকার ও মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মোঃ মাহবুব আলী এম পি,মহোদয় এর সুযোগ্যে নেতৃত্বে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ” আলহাজ্ব আব্দুল কাদির লস্কর আজ কালেঙ্গা শিবিরের ১৪০ টি পরিবারের মধ্যে বিদ্যুৎ বিদ্যুৎয়ানের উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন,চুনারুঘাট পল্লী বিদ্যুতায়নের কর্মকর্তা এজিএম, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ৯নং রানীগাওঁ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান রিপন ও আওয়ামীলীগ,যুবলীগ,
সেচ্চাসেবকলীগ, ছাত্রলীগ এলাকাবাসী সবাই উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান বলেন, জনগণ সকল ক্ষমতার উৎস আমাকে আপনাদের মূল্যবান ভোট আমানত দিয়ে অএ এলাকায় আপনারই জয়লাভ করিয়াছে আমি বাকি জীবনে আপনাদেরই সাথে থেকে সেবা দিয়ে যেতে চাই, বলে আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের এলাকায় কোন কিছুর প্রয়োজন হলে আমার অফিসে যোগাযোগ করবেন এবং যোগাযোগ রাখবেন, এই এলাকায় আরো উন্নয়ন কাজ আসবে ও হবে আমি তা মন্ত্রী মহোদয় বরাবর বলে সবধরনের উন্নয়ন অবহৃত রাখতে যথা সাধ্য চেষ্টা করে যাবো। এই সরকার সাধারণ মানুষের উন্নয়নের ক্ষেত্রে সকল ধরনের উন্নয়ন কাজ হাতে নিয়েছে,আপনারা কৃষি কাজেও মনোযোগ হন, কৃষি কাজে আর্থিক সহযোগিতা ও প্রজেক্ট সকল ধরনের সার্বিক সহযোগিতা করবে কৃষি অধিদপ্তরের।উন্নয়ন কাজ অবহৃত আছে ইনশাআল্লাহ আরো হবে মর্মে উল্লেখ্য করেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন।