শিরোনাম
বাহুবল-নবীগঞ্জের দুইজনসহ ৫ জুয়ারিকে গ্রেফতার করেছে এসএমপি ডিবি ১৮টি গরু সহ ৩ জনকে গ্রেফতার করেছে এসএমপি আমার কাজের প্রতি চুনারুঘাটবাসীর আস্থা আছে; ব্যারিস্টার সুমন দৈনিক উত্তরপূর্ব পত্রিকার অমিত দাস শিবুর মরদেহ উদ্ধার তেলিয়াপাড়া চা-বাগানে পুনাকের বার্ষিক বনভোজন উদযাপন জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত জৈন্তাপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী’র স্টল পরিদর্শনে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান  রাষ্ট্র ও সমাজের কল্যাণে ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন-জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ছাতকে সেবা ব্লাড ফাউন্ডেশন ইসলামপুর ইউপি’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ৮৮,০০০ টাকার জাল নোটসহ চুনারুঘাটের ‘জামাল মিয়া’ গ্রেফতার
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আমাদের বাংলাদেশ- শরিফুল ইসলাম আকন্দ

Coder Boss / ৩৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

দক্ষিণ এশিয়ার চমক, অপূর্ব এক দেশ
বিশ্বমানচিত্রে দখলে তার ছোট্ট স্পেস
লাল সবুজের পতাকা খচিত সোনার দেশ
বলতে শুনতে মধুর বেশ বাংলাদেশ।

সমুদ্রে হঠাৎ জেগে ওঠা নয় কোন দ্বীপরাষ্ট্র
নয় আবিষ্কৃত কিংবা কুড়িয়ে পাওয়া ভূখ-
তবে বাংলাদেশ ডেলটা বা বঙ্গীয় বদ্বীপে সৃষ্ট্র।
বিচিত্র এই দেশটির সৃষ্টি ইতিহাসে পুষ্ট।

 

অস্ট্রিক জাতির প্রভাবধীন বাংলার আদি নাম বঙ্গ বা গঙ্গারিডাই ঐতরেয় আরণ্যক, বেদ কিংবা আইন-ই-আকবরীতে ইতিহাস ঠাঁই বর্তমানে পৌছাতে বাংলা, পেরিয়েছে তার বহু চড়াই উৎরাই।

মৌর্য, গুপ্ত, স্বাধীন পাল সেনদের আমলেই প্রাচীনকাল সুলতান, মোগল আর নবাবদের মধ্যযুগের সোনালীকাল।

ভারতীয় উপমহাদেশে ছিলাম স্বাধীন
অবাধ ছিল চলাফেরা সুখেই কাটতো দিন।
যদিও ছিল নিজেদের কিছু দ্বন্দ্ব, তবু ছিলনা মন্দ নিজেদের শাসনে ছিল আলাদা একটা আনন্দ।

দাউদ খান, ঈশা খাঁ, শামস্‌ উদ্দিন ইলিয়াস শাহ, ফখরম্নদ্দিন মোবারক শাহ
স্বাধীন বাংলার ইতিহাসে তাঁরা স্বাধীন নেতা শাহান শাহ।

 

পর্তুগীজ, দিনেমার, ডেনিশ, ফরাসি ও ইংরেজ বাণিজ্যের ছলে উড়ে এসে জুড়ে বসেছিল বেশ।
ব্রিটিশ তো ব্রিটিশ সকলকে করে ফিনিস করেছে কুপোকাত
ব্রিটিশ কলোনী গড়ে ফাঁদ পেতে আমাদেরও মূলে হেনেছে আঘাত।
মীরজাফরেরা ভিনদেশীদের আঁতাতে দেশীদের করেছে পরাধীন
ক্ষমতার লোভে দেশের স্বাধীনতা বিকিয়ে বানালো অন্যের অধীন।

নবাবের অভাবে স্বাধীন সূর্য হারিয়ে অস্ত্ম ক্রমে দীপ্তিহীন জাতি নিঃশেষ, নিস্ত্মেজ, নিজস্ব স্বাধীনতা হলো বিলীন।
ক্ষমতা ও অর্থের লোভে আপন ছেড়ে অমানুষ করে বড়াই পুতুলের বৃথা অহমিকা তার, আপন শক্তির চেয়ে বড় শক্তি নাই।

আইনের যাঁতাকলে প্রায় ২০০ বছরের শাসনে দেশীদের হয়েছে নাভিশ্বাস।
হঠাও ব্রিটিশ আনো নিজেদের শাসন মুক্ত করো দেশ, তবেই পাব প্রশ্বাস
মজনু শাহ, তীতুমীর, শরিয়ত উল্লাহ ব্রিটিশ বিরোধী বিদ্রোহী বড় নেতা
ক্ষদিরাম, প্রফুলস্নচাকি, সূর্যসেন ও প্রীতিলতা আন্দোলনে দিল নতুনমাত্রা।

কংগ্রেস, মুসলীমলীগ, ছোট-বড় বহু দল দেশের স্বার্থে সৃষ্টি
বঙ্গভঙ্গ পরে তা রদসহ নানা অভিযোগে বহু পাল্টাপাল্টি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোন্দল, বিশ্বে জুড়ে আলোড়ন, ব্রিটিশ হলো দুর্বল,
হয়েছে অনেক গ-গোল, বহু উপনিবেশ হলো ব্রিটিশদের বেদখল।
চৌদ্দই আগস্ট ১৯৪৭ সৃষ্টি হল পাকিস্থান, পরের দিন হিন্দুস্ত্মান।
স্বাধীন হল আমাদের উপমহাদেশ, ব্রিটিশ শাসনের অবসান।

পাকিস্থানের দু’অংশে সুদূর ব্যবধান দুটি ভিন্ন দরবার।
উভয়ই মুসলমান তবে আলাদা ভাষা, কৃষ্টি-কালচার।
মুহাম্মদ আলী জিন্নাহ, নাজিমুদ্দিন ও নূরম্নল আমীন সরকার
উর্দুতেই অনড়, রাষ্ট্রভাষা উর্দু ছাড়া অন্য ভাষা হবে না আর।
শহীদুলস্নাহ,শামসুল হক, শেরে বাংলা, শেখ মুজিবসহ অনেক রম্নই কাতলা
বাংলার আপামর জনগণ, ছাত্র পরিষদ সকলেই পদে পদে দিল বাঁধা।

রফিক, সালাম, বরকত, জব্বার, শফিক আরো অনেকের গেল তাজা প্রাণ
আন্দোলন হলো বেগবান জনদাবির মুখে বাধ্য হলো পাকিস্ত্মান
বাংলাকে রাষ্ট্রভাষার রাষ্ট্রীয় অনুমোদন দিল ছাপান্ন এর সংবিধান।

আটান্নয় আইয়ুব সরকার চালাল সামরিক অপশাসন বাষট্টিতে শিক্ষার নামে ছিল জুলুম-নির্যাতন।

ছেষট্টির ছয় দফা বাংলার মেঘনাকার্টা, আটষট্টিতে আগরতলা ষড়যন্ত্র মামলা
গণঅভুত্থানে শহীদ আসাদ, জহুরম্নল, শামসুজ্জোহা, অনেক মেহনতি জনতা।
সত্তরে নিবাচর্নে বিজয়ী দলকে ইয়াহিয়া করেনি ক্ষমতা হস্থান্তর আলোচনার নামে গোপনে করে মানুষ মারার ষড়যন্ত্রর।

পঁচিশে মার্চের ভয়াল রাতে সামরিকজান্ত্মার সার্চ লাইট নামক অপারেশন তবে সাতই মার্চের ভাষণে নেতার ছিল অবশ্যম্ভাবী যুদ্ধের ডিরেকশন।
দুর্বার আঘাতে শত্রম্ন নিপাতে ঘরে আসে বিজয় বীর বাঙালি মরবে, হারবে না, জানবে নিশ্চয় বাংলাদেশ ত্রিশলাখ শহিদের রক্তের বিনিময়।

বাংলার অতীত রাজধানী পু-্র নগর কিংবা পানাম সিটি
ঘাত প্রতিঘাতে ঢাকা এখন বাংলাদেশের রাজধানী।

বিশ্ব দরবারে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র ভারত, মায়ানমার বন্ধুপ্রতিম প্রতিবেশি রাষ্ট্র আছে যোগসূত্র।
বাংলাদেশ জাতিসংঘের সদস্য, আন্ত্মর্জাতিক অঙ্গনে সফল নেতৃত্ব।

বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র, বন্ধুত্বে বিশ্বাসী
বাংলাদেশী প্রবাসী সারাবিশ্বে উজ্জ্বল ভার্বমূতি।
প্রাকৃতিক ঐশ্বর্যে ভরপুর উন্নয়নের রোল মডেল গার্মেন্টস, কৃষি, নানা প্রযুক্তিতে মেরেছে ঢেল।

বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি ছিল না কখনই এখনও নয় বাংলাদেশ মধ্যম আয়ের দেশ, উন্নতদেশ নিকট সম্ভাবনাময় বাংলাদেশ এশিয়ান অর্থনৈতিক টাইগার বিশ্বের বিস্ময়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

বিভাগের খবর দেখুন