শিরোনাম
আমার কাজের প্রতি চুনারুঘাটবাসীর আস্থা আছে; ব্যারিস্টার সুমন দৈনিক উত্তরপূর্ব পত্রিকার অমিত দাস শিবুর মরদেহ উদ্ধার তেলিয়াপাড়া চা-বাগানে পুনাকের বার্ষিক বনভোজন উদযাপন জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত জৈন্তাপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী’র স্টল পরিদর্শনে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান  রাষ্ট্র ও সমাজের কল্যাণে ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন-জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ছাতকে সেবা ব্লাড ফাউন্ডেশন ইসলামপুর ইউপি’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ৮৮,০০০ টাকার জাল নোটসহ চুনারুঘাটের ‘জামাল মিয়া’ গ্রেফতার বছর ঘুরে আইলো আবার ‘বৈশাখ’ জৈন্তাপুর প্রবাসী গ্রুপ কাতার শাখার ঈদ আনন্দ ভ্রমণ
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফেসবুকের কল্যাণে ফরম ফিলাপের টাকা পেল মেধাবী ছাত্র কাওসার

Coder Boss / ৫৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

বা‌নিয়াচং প্রতিনিধিঃ-
ফেসবুকের মাধ্যমে এসএসসি ফরম ফিলাপের টাকা ও রমজান মাসের আংশিক বাজার ব্যবস্থা পেল বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরিক্ষার্থী মোঃ কাওসার মিয়া।
গত ২ এপ্রিল শুক্রবার সাংবাদিক আকিকুর রহমান রুমন ভাই’র ফেইসবুক আইডি থেকে তিনি একটি পোস্ট দিয়েছিলেন।
এমন করে যে তিনি”কিছু টাকা পেয়েছেন কিন্তু টাকার প্রকৃত মালিক পাচ্ছেন না।।
এখন টাকা গুলো কি করবেন।।সবার মতামত আশা করছেন।।
আর এই পোস্ট’টি উনি বেশ কয়েকটি গ্রুপেও শেয়ার করেন।
আমি উনার এই পোস্ট’টি”বানিয়াচং টুডে”নামক একটি গ্রুপে পোস্ট’টি দেখতে পেয়ে
সবার মতামতের ফাঁকে-আমি অধম ও একটা কমেন্টে বলেছিলাম।
মালিক যখন পাচ্ছেন না তখন আমার মনে হয়,এই টাকাটা বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র কাওসার কে দিলে ফরম ফিলাপ করতে পারতো। কারণ ফরম ফিলাপের সামর্থ্য তার নেই।
তাৎক্ষনিক রুমন ভাই মেসেন্জারে বললেন সাজ্জাদ তুমি কোন চিন্তা করো না।
কাওসারের একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ্।
সাংবাদিক আকিকুর রহমানের
রুমন ভাইয়ের এমন কথায় নিজেকে ধন্য মনে করি এবং এই ছাত্রের ব্যাপারে নিশ্চিত হই ওর ফরম ফিলাপের।
কারন উনার প্রতি আমার সেই ছাত্রজীবন থেকে একটা বিশ্বাসের জন্ম নেয়।তিনি ইচ্ছে ও চেষ্টা করলে সবকিছু পারবেন বলে আমার বিশ্বাস।
তাই এই রুমন ভাইয়ের সহযোগীতায়ই হঠাৎ আমার মেসেন্জারে নক করে তথ্য নিলেন বানিয়াচং উপজেলা সদরের পুর্বগড়ের বাসিন্দা ও “সময় টিভির স্পেন প্রতিনিধি এবং বিশ্ব প্রবাসী বানিয়াচং কল্যাণ পরিষদ এর সাধারণ সম্পাদক সাইফুল আমিন ভাই।
তাই আজ ১১ এপ্রিল শনিবার বিকেলে সাড়ে ৫ টায় মহৎ মানবিক আবেদনে সাড়া দেন।
বানিয়াচংয়ের সাত বিশিষ্ট সাংবাদিকদের একটি টিম।
তারা বিশ্ব প্রবাসী কল্যান সংস্হার প্রতিনিধি হয়ে এই মেধাবী ছাত্র কাওসারের ফরম ফিলাপের নগদ ৩ হাজার টাকা ও রমজান মাসের জন্য আংশিক কিছু বাজার নিয়ে হাজীর হন।
বাজারের মধ্যে কিছু,চাউল,ডাল,তৈল,চিনি,পেয়াজ,রসুন,ছোলা,তিন প্রকার মসলার বোতল,দুই প্রকার সাবান,মুড়ি,খেজুরসহ উপহার গুলো তাদের হাতে তুলে দেওয়া হয়।
কাওসার হলো বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মজলিশপুর গ্রামের মরহুম নিয়াজ উল্লা ও মরহুমা মেহেরুন্নেসার ছেলে।
বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার মেধাবী ছাত্র কাওসার।
শ্রেণি কক্ষে তার রোল নং হলো ০৮।
জন্মের বছর খানেক পরে তার মা ও তার ৪/৫ বছর পরে বাবা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন ওপারে।
এতিম ছেলে প্রায় ৭০ বছরের বৃদ্ধা নানীর কাছে লালিত পালিত হচ্ছে।এদিকে তার নানীর ও অবস্থা প্রায় শোচনীয়।নুন আনতে পান্তা ফুরায়।
থাকার মত নিজস্ব কোন বাড়িও নেই। নাতী কাওসারকে নিয়ে থাকেন অন্যের বাড়িতে।
তাও ৪ হাত পাশ ও ৭/৮হাত লম্বা ৮/৯ টিন দ্বারায় এক ছাপটা ঘরে।
এছাড়া সংসার চালাতে কাওসারের নানী অন্যের বাড়িতে কাজ করে যা পায় তা দিয়ে কোনমতে সংসার চলে তাদের।
এমতবস্হায় বিশ্ব প্রবাসী বানিয়াচং কল্যাণ পরিষদের সম্মানিত সদস্য, সভাপতি,নির্বাহী সহ সভাপতি ও সাধারণ সম্পাদকের সহযোগীতায় কাওসারের মুখে স্বপ্নের হাসি ফুটিয়েছেন উক্ত সংগঠনের নেতৃবৃন্দগন।
তাই তার নানীও অনেক খুশি হয়েছেন।
এসময় কাওসারের নানী বলেন,যিনি আমার এতিম নাতি কে সাহায্য করেছেন আল্লাহ যেন তাদেরকে সর্ববস্থায় ভালো ও সুস্থ্য রাখেন এই দোয়া করি।
কারো কোন কাজ কখনো আটকে থাকে না।
মহান আল্লাহ্ তায়ালা কোন না কোন মাধ্যমে প্রতিটি মানুষের সমস্যা দুর করে দেন।
আজ এটাই প্রমান করলেন দূর প্রবাসে থাকা”বানিয়াচং প্রবাসী কল্যান সংস্থাটি”
তাই প্রথমেই উক্ত সংস্থার সম্মানিত সদস্য আলী আজগর খান হামিদ,সভাপতি আশরাফ হুসেন খান সুমন,নির্বাহী সহ-সভাপতি এনামুল হুসেন খান ও সাধারন সম্পাদক সময় টিভির স্প্রেন প্রতিনিধি সাইফুল আমিনসহ উক্ত সংগঠনের সকল সম্মানিত নেতৃবৃন্দসহ সবাইকে।
যাদের প্রচেষ্টায় আজ এই অসহায় এতিম ছেলেটার জীবনটাকে উপরের উঠার জন্য নতুন আরেকটি জীবন ফিরিয়ে দিয়েছেন।
এই কাওসারকে যেন স্বপ্ন পুরণের সিঁড়ি বেয়ে উঠার সহযোগীতা করলেন সবাই।
হঠাৎ এমন আয়োজন দেখে অবাক হয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ে কাওসার ও তার নানী।
ফরম ফিলাপের টাকা ও বাজার পেয়ে তারা সকলের জন্য মহান আল্লাহ্ পাকের নিকট দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল”বানিয়াচং বার্তা পত্রিকার সম্পাদক ফরহাদ হুসেন সুমন।
বানিয়াচং উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক লোকালয় বার্তা পত্রিকার সাবেক বার্তা সম্পাদক আকিকুর রহমান রুমন।
দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার স্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল আই নিউজ বিডি’র সাংবাদিক সুজন মিয়া।
সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ও জাতীয় দৈনিক কালের কন্ঠ পত্রিকার”শুভ সংঘের বানিয়াচং উপজেলার সভাপতি এবং অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সারাদেশ’র সাংবাদিক ইফতিহার উদ্দিন।
স্বোচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের সভাপতি ও সাংবাদিক আলমগীর রেজা। এনটিভি বানিয়াচং প্রতিনিধি ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার স্টাফ রিপোর্টার শেখ আক্তার হুসেন আলহাদী এছাড়াও
শিক্ষক এবং সাংবাদিক সাজ্জাদ বিন লাল উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত সাংবাদিকগন অসহায় কাওসারকে ও তার নানীকে সরকারি ভাবেও সহযোগীতা করার চেষ্টা করবেন বলেও তাদেরকে আশ্বস্ত করেন।এছাড়াও কাওসার যেন, একদিন মানুষের মতো মানুষ হয়ে, দেশের জন্য একটা কিছু করতে পারে এই দোয়া করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

বিভাগের খবর দেখুন