শিরোনাম
ঘাটাইলে গারট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ৩ বছর যাবৎ মানব সেবায় নিয়োজিত ছাতকে নাইন্দার ফসল রক্ষায় অপরিকল্পিত বাঁধ ডোবার পানিতে তলিয়ে যাচ্ছে হাওরের ফসল মৌলভীবাজার সদর উপজেলার সোনার বাংলা আদর্শ ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন আগামী নির্বাচনে ভোলা – ৩ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করছেন নুরুননবী সুমন ছাতকে রেলওয়ের কোটি-কোটি টাকার সম্পদ অরক্ষিত, চুরি ও লুটপাটে ব্যস্থ একটি মহল আহাদ চৌধুরীর প্যানেলের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন বীর মুক্তিযোদ্ধাদের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে হবে: বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু দোয়ারাবাজারে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবায় অনিয়মের অভিযোগ মুক্তিযোদ্ধাদের প্রতি রমজানের শুভেচ্ছা এর পাশাপাশি আহাদ চৌধুরীর প্যানেলকে জয়ী করার জন্য আহ্বান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মির্জা মোহাম্মদ মজিবর রহমান আওয়ামীলীগের এক ত্যাগী ও পরীক্ষিত নেতা ঢাকা উত্তর দারুস- সালাম থানার গিয়াস উদ্দিন
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নূরেছার প্রেম ৪

Coder Boss / ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১

ছাদেকুর রহমান রতন

বাস উল্লে বেডারে কইছি ঢাহা কচুক্ষেত যায়াম। এইতা কইতেই বেডা কয়, উডুইন। আমি আর নূরেছা বাসের মেদে উইট্টে দেহি বেশি মানুষ নাই। পিছনে গিয়া দুইজন বইলাম। বাস যাইতাছে আর ইট্টু ক্লান্তি লাগতাছে। জানালাদে সহাইল্লে বাতাস লাগতাছে আর নূরেছা কইতাছে আমার ঘুম ধরতাছে।
আমার তো ঘুম নাই। টেনশনে কিস্তা ভালা লাগতাছে না। কোন সময় যে কচুক্ষেত পর্যন্ত যায়াম!
নূরেছা তো সুন্দর মানুষ। বেক বেডাইন খালি চায়া থাহে। আমি কই উড়নাডা দে মাথাডা আর মুখটা ঘুইরেলাও। নূরেছা কয়, কেরে?
আমি কই, দেহনা মান্তাইর পালে কিবায় চায়া থাহে?
নূরেছা কয়, চায়া থাহুক। আমি তো আর চাই না। আফনে আমার উক্কে চায়া থাহুইন। আমি একটু ঘুমাই।
আমার বুকের বাম পাশে মাথা রাইখখে নূরেছা ঘুমায়া গেছেগা। চায়া দেহি ড্রাইভার আর কন্ট্রাক্টার ছাড়া বেক্তা আক্কইরে ঘুমায়। আমি নূরেছার মুখটা দেন ধইরে দেখতাছি। আল্লায় তারে নাজানি কিদ্দে বানাইছে। অতো সুন্দর। নূরেছার মুখটা খুব মায়া লাগতাছে। কট্টা পথ বন্দেদে আইট্টে আইছে। আমার ব্যাগেত্তো গামছাডা বাইর কইরে নূরেছার মুখটা আস্তে কইরে মুইচ্ছে দিলাম। নূরেছা একটু একটু ঘুমে থাইক্কে আসি মারে। আমি যে আদর করতাছি এইডে টের ফাইতাছে আর কি।
আমি কই, আইস্সো না। আসি দিলে বেশি সুন্দর লাগে। আমি ঠিক থাকতাম ফারি না।
নূরেছা চোখ খুইল্লে কয় কেরে? আফনের মনডা কিতা কয়?
: কয় আবিজাবি।
: বেহেই তো ঘুমইতাছে।
: হুম।
: আমিও তো চোখ বুইঞ্জে রইছি।
: হুম।
: তেও ফারুইন না? খালি না বুলে আমি শর্মিন্দা?
: হা হা হা। সম্ভব না। তুমি ঘুমাও।

নূরেছা হিরেবালি ঘুমায়া গেছেগা। আমি তার মাথাডা আতায়া দিছি। আমি ঘুমাইলে তো কত সমস্যাই অইতো ফারে। মানুষের কোনো ইন্তিবিচার আছে আইজকাইল?
চিন্তা করতে করতে গাজিপুর লাগাত গেছিগে। সামনে আর বেশি সময় নাই। বনানী নাইম্মে কেন্টনমেন্ট নাইম্মে কচুক্ষেত যায়াম গা। নূরেছা অহনো ঘুমাইতেই আছে।
এগারোডা বাজে অহনো কিস্তা খাইছে না। ডাক দিলাম-
: নূরেছা, এল্লা উডো। গাজিপুর আয়া পড়ছি। আর বেশি দেরি নাই।
নূরেছা সোজা অয়া বইছে। জানালা দিয়া বাইরে চায়া দেখতাছে। আমারে কয়, কিস্তা লওহাইন খিদা লাগছে। আমি কই, বাসো তো কিস্তা নাই। বনানি নাইম্মে কিস্তা খায়ামেনে?
নূরেছা কয় আইচ্ছে। ১৭ বছর বয়স। পোলাপানের মতোই। আর আমার বয়স? থাওক কইতাম না।
বাস বনানী যাইতেই কয়, নামুইন। দুইজন লাইম্মে দেহি সাইডে একটা ছোডু দোকান। নূরেছারে লয়া দোহানের কাছে গিয়া দুইডে কলা আর কেইক লইলাম। পরে এক বোতল পানি লয়া খায়া রিকসার মেদে উঠলাম।
নূরেছা কয় ঢাহার শহর কত সুন্দর মাডি নাই।
আমি কই, মাডি আছে বেক্কল। পাক্কার তলে তো বেক্তাই মাডি।
নূরেছা কয়, এনো ফুশকনি নাই?
আমি কই, না। আগে কচুক্ষেত যায়ালই। তোমারে লয়া ঘুইরে ঘুইরে বেক্তা দেহায়ামনে।
এর মেদে এক ট্রাফিক পুলিশ আটকাইছে। কয়, দাড়ান। এইদিক দিয়া রিকসা নিয়ে আসলেন কেন? এইসময় তো এই রাস্তায় রিকসা চলা নিষেধ।
আমি কই, স্যার আমরা বুঝঝি না। ঢাহা নতুন আইছি।
পুলিশে কয়, কোথায় থেকে আসছেন?
আমি কই, তাড়াইল আছে না? আমরা তাড়াইলতো আইছি। হলগেই আইছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

বিভাগের খবর দেখুন