শিরোনাম
আমার কাজের প্রতি চুনারুঘাটবাসীর আস্থা আছে; ব্যারিস্টার সুমন দৈনিক উত্তরপূর্ব পত্রিকার অমিত দাস শিবুর মরদেহ উদ্ধার তেলিয়াপাড়া চা-বাগানে পুনাকের বার্ষিক বনভোজন উদযাপন জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত জৈন্তাপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী’র স্টল পরিদর্শনে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান  রাষ্ট্র ও সমাজের কল্যাণে ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন-জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ছাতকে সেবা ব্লাড ফাউন্ডেশন ইসলামপুর ইউপি’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ৮৮,০০০ টাকার জাল নোটসহ চুনারুঘাটের ‘জামাল মিয়া’ গ্রেফতার বছর ঘুরে আইলো আবার ‘বৈশাখ’ জৈন্তাপুর প্রবাসী গ্রুপ কাতার শাখার ঈদ আনন্দ ভ্রমণ
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাহুবলে আজমল হোসেন চৌধুরী সহ ৭ চেয়ারম্যানের শপথ গ্রহণ।

Satyajit Das / ৫৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

সত্যজিৎ দাস(স্টাফ রিপোর্টার):

হবিগঞ্জের বাহুবল উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(০৩ মার্চ ২০২২) সকাল ১১ টার দিকে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানগণকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ইশরাত জাহান। গত ৩১ জানুয়ারী সারা দেশের ন্যায় দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে বাহুবলের ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহন সম্পন্ন হয়। শপথ গ্রহনকৃত চেয়ারম্যানগণ হলেন, বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নে মোহাম্মদ তোফাজ্জল হক, ২নং পুটিজুরী ইউনিয়নে মো. মুদ্দত আলী,৩নং সাতকাপন ইউনিয়নে মো. আব্দুর রেজ্জাক,০৪নং সদর ইউনিয়নে আজমল হোসেন চৌধুরী,৫নং লামাতাসী ইউনিয়নে আ ফ ম উস্তার মিয়া তালুকদার,৬নং মিরপুর ইউনিয়নে মো. শামিম আহমেদ,৭নং ভাদেশ্বর ইউনিয়নে কামরুজ্জামান। শপথগ্রহন শেষে চেয়ারম্যানগণকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। শপথ গ্রহনের প্রাক্কালে নব-নির্বাচিত চেয়ারম্যানগণেল উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন,’ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে সকল কার্যক্রমে আপনাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব নিতে হবে,নাগরিকদের ভালোভাবে সেবা দিতে হবে। আপনাদের মাধ্যমে আমরা যেন নাগরিক সেবার মান বাড়াতে সরকারের উন্নয়ন মুলক কার্যক্রম ভালোভাবে বাস্তবায়ন করতে পারি’। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা মাজিষ্ট্রেট স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান,বাহুবল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

প্রসঙ্গত বাহুবল উপজেলার ০৪ নং সদরেই গত ৩১ জানুয়ারি টানটান উত্তেজনা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আজমল হোসেন চৌধুরীর একনিষ্ঠ সমর্থক আল আমিনের প্রাণ উৎসর্গের মধ্য দিয়ে ফিঙ্গার প্রিন্ট জটিলতায় বিপুল ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন জনাব আজমল হোসেন চৌধুরী। সদর ইউনিয়ন চেয়ারম্যান পদে মোঃ রিফাত ইসলাম মুরাদ (নৌকা), নূর উদ্দিন মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (লাঙ্গল), আজমল হোসেন চৌধুরী (ঘোড়া) ও মোঃ কাজল তালুকদার (আনারস) চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উক্ত ইউপি ভোটে আজমল হোসেন চৌধুরী ঘোড়া প্রতীকে ৭,৪০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল হাই সাহেবের ছেলে রিফাত ইসলাম মুরাদ নৌকা প্রতীকে পেয়েছেন ২,০৯০ ভোট।

উল্লেখ্য যে,২০১৬ সালের ৪নং বাহুবল সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজমল হোসেন চৌধুরী (নৌকা) প্রতীকে ৬ হাজার ৩৪৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিফজুর রহমান আবুবকর(আনারস) প্রতীকে ৪ হাজার ২৩০ ভোট, সিরাজ মিয়া তালুকদার(ছাতা) প্রতীকে ১ হাজার ৫ ভোট,সামায়ূন কবির চৌধুরী (ধানের শীষ) প্রতীকে ৯৮৭ ভোট এবং ফারুক আহমেদ আখঞ্জী লাঙ্গল প্রতীকে পেয়েছিলেন ৫৪৪ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

বিভাগের খবর দেখুন